হংকংয়ের গণতান্ত্রিক ব্যবস্থা উন্নয়নের নিশ্চিয়তা পেয়েছে: সিআরআই সম্পাদকীয়
2021-03-12 19:04:09

      
মার্চ ১২: গতকাল (বৃহস্পতিবার) চীনের ত্রয়োদশ জতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশন বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। এতে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা উন্নয়নের সংশ্লিষ্ট সিদ্ধান্ত পাস হয়। সিদ্ধান্তটি  গৃহিত হওয়ার পর প্রতিনিধিরা অনেক লম্বা সময় ধরে করতালি দিয়ে একে অভিনন্দন জানান। এতে দেখা যায় যে, এ সিদ্ধান্ত জনগণের ইচ্ছার প্রতিফলন হয়। তা শক্তিশালিভাবে হংকংয়ের গণতন্ত্র ব্যবস্থা উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে এবং ব্যাপকভাবে হংকংবাসীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিশ্চিয়তা প্রদান করবে। 

হংকংয়ে যা ঘটেছে তাতে প্রমাণিত হয় যে, গণতন্ত্রের অজুহাতে চীন বিরোধী ও হংকংয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা হংকংয়ের সত্যিকারের গণতন্ত্র ধ্বংস করতে চাই। তারা হংকংয়ের আগের নিবার্চনী ব্যবস্থার ত্রুটিসমূহকে কাজে লাগিয়ে হংকংয়ের প্রশাসনের কাঠামোতে প্রবেশ করেছে। হংকংয়ের আইন সভার কার্যক্রমকে ব্যাহত করেছে এবং হংকং সরকারের বৈধ প্রশাসনিক কাজে বাধা দিয়েছে। যাতে হংকংয়ের অধিবাসীদের গণতান্ত্রিক অধিকার অরক্ষতি হয়। 

হংকং হচ্ছে চীনের একটি অংশ। চীনের জাতীয় গণকংগ্রেসের অধিকার ও দায়িত্ব রয়েছে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থাকে উন্নয়ন করার। যাতে “দেশপ্রেমিক হংকং প্রশাসন” নিশ্চিত হয় এবং হংকংয়ের গণতন্ত্র কার্যকরভাবে রক্ষা পায়। 

সিদ্ধান্তের বিষয়বস্তু থেকে বুঝা যায় যে, হংকংয়ের গণতন্ত্রের উন্নয়ন এগিয়ে নিতে চীনের কেন্দ্রীয় সরকার সংকল্পবদ্ধ। 

সিদ্ধান্তটি হংকংয়ের সমাজের বিভিন্ন খাতের জনগণের সমর্থন পেয়েছে। চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির হংকংয়ের সদস্য লি হুই ছিং সিএমজিকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, হংকংয়ের নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন হওয়ার পর, হংকংয়ের সংসদের সংস্কৃতি ও রাজনৈতিক বাস্তবতা আরও সুস্থ্য হবে। 

“দেশপ্রেমিক হংকং প্রশাসন” নীতিতে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন হচ্ছে চীনের স্থানীয় অঞ্চলের নিবার্চনী ব্যবস্থা উন্নয়নের একটি সুষ্ঠু অনুসন্ধান। সম্প্রতি সিআরআইয়ের এক সম্পাদকীয়তে এসব বলা হয়। (আকাশ/এনাম/রুবি)