কফিহাউসের আড্ডা: চীনের দারিদ্র্যবিমোচন-অভিজ্ঞতা কি বাংলাদেশ কাজে লাগাতে পারে?
2021-03-12 15:49:04

কফিহাউসের আড্ডা: চীনের দারিদ্র্যবিমোচন-অভিজ্ঞতা কি বাংলাদেশ কাজে লাগাতে পারে?_fororder_微信图片_20210308094452

সম্প্রতি চীনা সরকার দেশে চরম দারিদ্র্যমুক্তির ঘোষণা দিয়েছে। চীন নির্ধারিত সময়ের দশ বছর আগেই ‘জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচির’ দারিদ্র্যবিমোচনের লক্ষ্য অর্জন করেছে। বিশেষ করে, গত আট বছরে, প্রতিবছর চীনে গড়ে এক কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। তাই অনেকেই চীনে দারিদ্র্যবিমোচনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। তারা আরও জানতে চান যে, চীনের অভিজ্ঞতা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কাজে লাগবে কি না।

আজকের আসরে চীনের দারিদ্র্যবিমোচন নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন ম্যাডাম হোসনা আফরোজা। তিনি বর্তমানে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি আপীল বোর্ডের সিনিয়র সহকারী সচিব। দারিদ্র্যবিমোচন নিয়ে তিনি অনেক দিন ধরে কাজ করে আসছেন। চলুন, আলাপ করি ম্যাডাম হোসনা আফরোজার সাথে।

(স্বর্ণা/আলিম/ছাই)