নির্বাচনব্যবস্থা উন্নয়নের ফলে হংকংয়ের ভবিষ্যত আরো সুন্দর হবে
2021-03-10 15:54:50

মার্চ ১০: চীনের চলমান জাতীয় গণ-কংগ্রেসের বার্ষিক অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়ের একটি হচ্ছে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচনব্যবস্থা পূর্ণাঙ্গ করার প্রস্তাব।

‘হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচনব্যবস্থা উন্নয়নের বিষয়ে জাতীয় গণ-কংগ্রেসের সিদ্ধান্ত (খসড়া)’ বিবেচনার জন্য ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে পেশ করা হয়েছে। গত ৫ মার্চ দুপুরে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচনব্যবস্থা উন্নয়নের বিষয়ে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির দিক-নির্দেশনাকে তিনি সম্মান জানান।

যা বহির্বিশ্বকে আবারও স্পষ্ট সংকেত দিয়েছে যে, হংকংয়ের নিরাপত্তা রক্ষা করা কেবল মুখের কথা নয়। বিস্তারিত দেখুন আজকের এ ভিডিওতে।