বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো যেভাবে নতুন উন্নয়ন-পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবে: সিপিপিসিসি’র সদস্যদের প্রস্তাবলি
2021-03-10 11:16:06

 

মার্চ ১০: চীনের ত্রয়োদশ জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি’)-র জাতীয় কমিটির চতুর্থ অধিবেশনে অংশগ্রহণকারী সদস্যদের জন্য একটি তপ্ত ইস্যু হচ্ছে নতুন উন্নয়ন-পরিবেশ গড়ে তোলা। বিশেষ করে, উচ্চ গুণগত মানের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বেসরকারি খাতের ভূমিকা এক্ষেত্রে বিবেচ্য।  গত কয়েকদিনে, সিপিপিসিসি’র সদস্যরা সক্রিয়ভাবে এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। আজকের সংবাদ পর্যালোচনায় আমি এই বিষয়ে আলোচনা করবো।

 

বেসরকারি খাত চীনের সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি বিকাশের একটি গুরুত্বপূর্ণ ফল। এটি সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির বিকাশকে এগিয়ে নেয়ার গুরুত্বপূর্ণ শক্তিও বটে। পাশাপাশি, এটি সরবরাহব্যবস্থার কাঠামোগত সংস্কার ও উচ্চ গুণগত মানের উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার অন্যতম মূল অংশ। সিপিপিসিসি’র সদস্যরা মনে করেন, বেসরকারি খাতের উচিত নতুন উন্নয়ন-পরিবেশ গড়ে তুলতে যথাযথ শক্তি প্রয়োগ করা ও অবদান রাখা।

 

সিপিপিসিসি’র সদস্য এবং চীনের হুনান প্রাদেশিক শিল্প ফেডারেশন অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের চেয়ারম্যান চাং চিয়ান মনে করেন, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শিল্প চেইনের স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনকে এগিয়ে নেওয়াসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি বলেন

 

“শিল্প চেইনকে স্থিতিশীল রাখুন এবং সঠিক দিকটি সন্ধান করুন। একটি আঞ্চলিক শিল্প চেইন ক্লাস্টার গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালান। কৌশলগত পুনর্গঠন এবং পেশাদার সংহতির জন্য প্রচেষ্টা জোরদার করুন। শিল্প বাজারে বিশৃঙ্খলা এড়ানো দরকার। বটলনেক সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনকে এগিয়ে নিতে হবে। প্রযুক্তিগত গবেষণা এবং মানবসম্পদের ওপর গুরুত্বারোপ করতে হবে। বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনকে বেঁচে থাকার প্রথম উপাদান হিসাবে বিবেচনা করতে হবে।”

 

সিপিপিসিসি’র সদস্য এবং চীনের কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিল্প ও বাণিজ্য ফেডারেশনের ভাইস চেয়ারম্যান মো থিয়ান ছুয়ান মনে করেন, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুকে অবশ্যই বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনের প্রতি অনুগত হতে হবে এবং সার্বিকভাবে বৈজ্ঞানিক শক্তিশালী দেশ গড়ে তোলায় অংশ নিতে হবে। এই সম্পর্কে তিনি বলেন

 

“বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টা হতে হবে দেশের কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ; তাদের প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তনের ক্ষমতা বাড়াতে হবে। এই প্রক্রিয়ায় শিল্পপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশে অর্থনৈতিক চক্রে সক্রিয়ভাবে অংশ নেয়ার পাশাপাশি, ‘দ্বৈত সঞ্চালন’ ধারণাকেও সামনে এগিয়ে নিতে হবে। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই দেশের অর্থনৈতিক চক্রকে ভিত্তি হিসেবে নিতে হবে, নিজেদের সামর্থ্য বাড়াতে হবে, এবং  অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের সম্পদ কাজে লাগিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদা পূরণ করতে হবে। এই প্রক্রিয়ায় বৈদেশিক অর্থ ও বৈদেশিক পুঁজি আকর্ষণ হতে পারে।”

 

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো বটলনেক সমস্যা কীভাবে সমাধান করা যাবে, এ সম্পর্কিত আলোচনায় সিপিপিসিসি’র সদস্য এবং চীনের ফু চিয়ান প্রদেশের শিল্প ও বাণিজ্য ফেডারেশনের চেয়ারম্যান সু মিং চিন বলেন,

 

“গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও পণ্য খাতের নবত্যাপ্রবর্তন ও প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থার নির্মাণকাজ জোরদার করতে হবে। বিশেষ করে, এর মূল লিঙ্কগুলো, মূল ক্ষেত্রগুলো এবং মূল পণ্যগুলোর  সক্ষমতা জোরদার করতে হবে।”

 

চীনের জাতীয় উন্নয়ন সংস্কার কমিশনের উপ-মহাপরিচালক লিয়ান ওয়েই লিয়াং বলেন, ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা’-র আওতায় উন্নয়নের নতুন পর্যায়ে উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়নকে এগিয়ে নেয়ার গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো নতুন উন্নয়ন-পরিবেশ গড়ে তোলায় বেশ অবদান রাখতে পারে। বেসরকারি খাতের আরও উচ্চ গুণগত মানের উন্নয়ন বাস্তবায়নে সহায়তা দিতে আরও বেশি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে জাতীয় উন্নয়ন সংস্কার কমিশন। (ওয়াং হাইমান/আলিম/ওয়েইমিং)