জাং হাওজে
2021-03-10 15:59:37

জাং হাওজে_fororder_u=2291788719,3811266923&fm=26&gp=0

জাং হাওজে কিন্তু চেউং গাও ঝে নামে ১৯৬২সালের ১২জানুয়ারি দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন। পরে তিনি জাং হাওজে নামে পরিচিতি লাভ করেন। তিনি তাইওয়ান চীনা সংস্কৃতি বিশ্ববিদ্যলয়ের সাহিত্য বিভাগ থেকে স্নাতক হন। তিনি  দক্ষিণ কোরিয়ার চীনা ভাষার পপ সঙ্গীত গায়ক। ১৯৮২ সালে চীনা ভাষা শিখতে তিনি দক্ষিণ কোরিয়া থেকে তাইওয়ানে আসেন। পরপর তিনি বিশ্ববিদ্যারয়ের সাহিত্য বিভাগ এবং জাতীয় তাইওয়ান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গবেষণা ইনস্টিটিউটে লেখাপড়া করেন। তিনি দক্ষিণ কোরিয়ায় একজন চীনা ভাষার অধ্যাপক হতে চেয়েছিলেন। কিন্তু ১৯৮৭ সালে তিনি পলিগ্রাম রেকর্ড কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৮৮ সালে তিনি প্রথম একক অ্যালবাম “আমি আসলে এটি বোঝাতে চাইনি” প্রকাশ করেন। ১৯৯০ সালে তিনি “উত্তর বাতাস, নদী পার হয়” অ্যালবাম প্রকাশ করেন। “উত্তর বাতাস” তাঁর অ্যালবামে অন্তর্ভূক্ত একটি গান। তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের প্রথম গান হিসেবে আমি আপনাদের এ গানটি শোনাচ্ছি। শুনুন তাহলে।

 

১৯৮৯ সালে জাং হাওজে তাঁর দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম “আমি যত্ন করি না, সেটা নয়”। অ্যালবামের শিরোনাম সংগীত “আমি যত্ন করি না, সেটা নয়” অনেক জনপ্রিয়তা পেয়ে ছিল। তাহলে বন্ধুরা, এখনই আমি গানটি আপনাদের শোনাব, কেমন? 

 

১৯৮১ সালে জাং হাওজে তাঁর স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। তিন বছর পর তাঁরা বিয়ে করেন। ১৯৯১ সালে তাঁদের মেয়ে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে তাঁর স্ত্রী মারাত্বক পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হন। ফলে  জাং হাওজে শোবিজ ত্যাগ করে স্ত্রীকে দেখাশোনা করেন। কিন্তু ২০০৫ সালে তাঁর স্ত্রী তাঁর রোগ পুনরায় দেখা দেওয়ার কারণে প্রাণ হারান। এতে জাং হাওজে খুব দুঃখ পান। তিনি প্রিয়তমা স্ত্রীর স্মরণে একটি গান করেন। বন্ধুরা, এখন আমরা একসাথে জাং হাওজের সে গান তথা “একা থাকাকালীন তুমি সবার প্রথমে কার কথা ভাবো” গানটি শুনব, কেমন? 

জাং হাওজে_fororder_u=2015484173,872216757&fm=26&gp=0

আসলে জাং হাওজে চীনের মূল-ভূভাগে খুবই জনপ্রিয় হয়ে উঠেন “ভাল পুরুষ” গানটি দিয়ে। গানটি ২০০৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয় এবং তাঁর অ্যালবাম “প্রেমিক-প্রেমিকা”-তে অন্তর্ভূক্ত হয়। তাহলে তাঁর কণ্ঠে ভালো পুরুষ কেমন হয়, তা আমরা বুঝবো।

 

১৯৯৮ সালে জাং হাওজে “বিদেশে সুবিদিত দক্ষিণ কোরীয়” পুরষ্কার জিতেন এবং দেশটির তখনকার প্রেসিডেন্টের প্রশংসাও পান। সঙ্গীত মহলে থাকার ২০ বছরে তিনি ১০-১২টি একক অ্যালবাম প্রকাশ করেন। এর মধ্যে অনেক গান খুবই জনপ্রিয়। ২০১৪ সাল থেকে তিনি চীনের মূল-ভূভাগে শোবিজ শুরু করেন। বন্ধুরা, এখন তাঁর অন্য একটি গান শুনুন, গানের নাম “সে”।

 

“আবার অতীতে ফিরে যাই” জাং হাওজের গাওয়া অন্য আরেকটি গান। গানটি ১৯৮৭ সালে প্রকাশিত “আমি যত্ন করি না, সেটা নয়” অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। গানটি অনেক অনেক জনপ্রিয় ছিল। আমিও গানটি মুখস্ত করেছিলাম। কিন্তু এখন আমি আপনাদের জাং হাওজের কণ্ঠ শোনাতে চাই। শুনুন তাহলে গানটি। 

জাং হাওজে_fororder_u=4041787710,2756749872&fm=26&gp=0

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের জাং হাওজের অন্য একটি গান শোনাই। গানের নাম “পথ অনেক দূরে”। গানটি তাঁর ২০০৫ সালে প্রকাশিত “প্রেমিক-প্রেমিকা” অ্যালবামে অন্তর্ভূক্ত। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।

 

(প্রেমা/এনাম)