প্রসঙ্গ: হংকংয়ের নির্বাচনব্যবস্থায় সংস্কার এবং ক্যারি লামের সন্তোষ প্রকাশ
2021-03-09 10:53:47

 

প্রসঙ্গ: হংকংয়ের নির্বাচনব্যবস্থায় সংস্কার এবং ক্যারি লামের সন্তোষ প্রকাশ_fororder___172.100.100.3_temp_9500033_1_9500033_1_6012_e14c7188-2457-49e6-a328-eef569ec3a31

মার্চ ৯: গতকাল (সোমবার) হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক ক্যারি লাম চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, কেন্দ্রীয় সরকার হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচনব্যবস্থা সংস্কারের মাধ্যমে সুসম্পূর্ণ করায় এবং ‘দেশপ্রেমিকদের দ্বারা হংকং শাসনের’ নীতি গ্রহণ করায় তিনি সন্তুষ্ট।

তিনি বলেন, হংকং আরও সমৃদ্ধ হবে এবং অঞ্চলে স্থিতিশীলতাও বজায় থাকবে। ভবিষ্যতে ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার’ আওতায় হংকং দেশের সার্বিক উন্নয়ন-কার্যক্রমেও অংশগ্রহণ করবে।

ক্যারি লাম বলে, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচন-ব্যবস্থা সুসম্পূর্ণ করা হয়েছে এবং ‘দেশপ্রেমিক হংকংবাসীদের দ্বারা হংকং শাসনের’ নীতি গ্রহণ করা হয়েছে, যা যথাযথ। কেন্দ্রীয় সরকারের এ সংক্রান্ত সিদ্ধান্তে তিনি খুশী।

তিনি বলেন, গত বছর হংকং জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন ও প্রয়োগের ফলে হংকংয়ে বিশৃঙ্খলা দূর হয়েছে এবং এক নতুন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামাজিক নিরাপত্তার পাশাপাশি, হংকংয়ের জন্য রাজনৈতিক নিরাপত্তাও জরুরি।  হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচনব্যবস্থার সংস্কার ও উন্নতি রাজনৈতিক নিরাপত্তাকে সুনিশ্চিত করেছে। তিনি বলেন

 

‘সাফল্য শব্দটি দিয়ে আমার অনুভূতি প্রকাশ করতে পারি। কেন এভাবে বলছি? গেল বছর হংকংয়ের জন্য হংকং জাতীয় নিরাপত্তা আইন প্রণীত হয়, যা সত্যিকারভাবে হংকংকে বিশৃঙ্খলা থেকে নিয়ে গেছে সুশাসনের দিকে। আমাদের সামাজিক নিরাপত্তা ছাড়াও প্রয়োজন রাজনৈতিক নিরাপত্তা। আমরা কীভাবে এটি নিশ্চিত করতে পারি? হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের রাজনৈতিক ব্যবস্থাকেও কীভাবে নিরাপদ করতে পারি? কীভাবে দেশপ্রেম নেই—এমন ব্যক্তিদের আমাদের রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ ঠেকাতে পারি? এসব প্রশ্নের উত্তর জানা জরুরি। আর তাই, এবারের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচনব্যবস্থা সুসংহত করার লক্ষ্যে নেওয়া কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ সফল হবে বলে আমি মনে করি।’

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচনব্যবস্থার উন্নয়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজের উদ্বেগ প্রসঙ্গে ক্যারি লাম বলেন, সামাজিক নিরাপত্তা ও সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে, হংকং  একটি আন্তর্জাতিক মহানগর হিসেবে দেশের সমর্থন নিয়ে অব্যাহতভাবে সমৃদ্ধ হবে ও স্থিতিশীলতা বজায় রাখবে। এই সম্পর্কে তিনি বলেন

 

“বিদেশি শিল্প্রতিষ্ঠানগুলোকে হংকংয়ে পুঁজি বিনিয়োগ করতে উত্সাহিত করছে কেন্দ্রীয় সরকার। কুয়াংতুং-হংকং-মাকাও বৃহত্তর উপসাগর অঞ্চল এবং দেশের উন্নয়ন পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার সীমাহীন সুযোগ রয়েছে হংকংয়ের সামনে। কারণ, ‘দেশপ্রেমিকদের দ্বারা হংকং শাসনের’ নীতি এবং হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয়েছে। পাশাপাশি, সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থার নিরাপত্তাও হংকংয়ে সুনিশ্চিত হয়েছে। ‘এক দেশ, দুই ব্যবস্থার’ ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে অব্যাহতভাবে সমৃদ্ধ হতে থাকবে হংকং; বজায় রাখবে স্থিতিশীলতা।”

ভবিষ্যতের দিকে তাকিয়ে ক্যারি লাম মনে করেন, দেশের ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা’ হংকংয়ের জন্য সুদূরপ্রসারী কল্যাণ বয়ে আনবে। হংকং এই সুযোগে সক্রিয়ভাবে দেশের সার্বিক উন্নয়ন-কার্যক্রমে অংশগ্রহণও করবে। তিনি বলেন

 

“এবারের ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায়’ হংকংসম্পর্কিত একটি অংশ রয়েছে। আসলে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল এ পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছে। এতে আমি ভীষণ আনন্দিত। হংকং হল আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র, আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তিসংক্রান্ত নব্যতাপ্রবর্তন কেন্দ্র,  সাংস্কৃতিক ও শিল্প বিনিময় কেন্দ্র। ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায়’ হংকংসংশ্লিষ্ট মাত্র ৫ শ শব্দ রয়েছে। তবে বিষয়বস্তু খুবই সমৃদ্ধ। আগামী পাঁচ বছরে আমাদের উচিত দেশের ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার’ সুযোগ কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া।”

(ওয়াং হাইমান/আলিম/ওয়েইমিং)