উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা লন্ঠন উৎসব উদযাপন করেছেন
2021-03-09 14:05:58

উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা লন্ঠন উৎসব উদযাপন করেছেন_fororder___172.100.100.3_temp_9500033_1_9500033_1_6012_f2d5ddd0-2d41-4c51-9840-00a67c757664

 

"আজ, আমরা এখানে আশীর্বাদের কবিতা আবৃত্তি করতে এসেছি; আগামীকাল আমরা আমাদের সব শক্তি দিয়ে কাজ করব। চীন ও উজবেকিস্তানের বন্ধুত্ব চিরস্থায়ী হোক!"

 

এই চীনা কবিতা আবৃত্তির মাধ্যমে ‘চীন-উজবেক বন্ধুত্বের গান’ উজবেকিস্তান বিশ্ব ভাষা বিশ্ববিদ্যালয়ের চীনা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসেছে। ২৬ ফেব্রুয়ারি তারা অনলাইনে লন্ঠন উত্সব উদযাপন করেছে। উজবেকিস্তানে চীনা দূতাবাস এর আয়োজন করে। তাশখন্দ জাতীয় ওরিয়েন্টাল বিশ্ববিদ্যালয়, উজবেকিস্তান বিশ্ব ভাষা বিশ্ববিদ্যালয়, বিশ্ব অর্থনীতি ও কূটনীতি বিশ্ববিদ্যালয়, উজবেকিস্তান ন্যাশনাল গার্ড মিলিটারি একাডেমি এবং তাশখন্দ নং ৫৯ মিডল স্কুল এর গান, নৃত্য, পিয়ানো পরিবেশনা এবং থাই চি পারফরম্যান্স-সহ দুর্দান্ত অনুষ্ঠান উপস্থাপন করা হয়।

 

তাশখন্দ জাতীয় ওরিয়েন্টাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিহসিভা বলেন, বিগত ২০২০ সালে নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার মহামারী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চীনা ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ও উজবেক-চীন বিনিময়ের ইতিহাস শিক্ষা ও গবেষণায় প্রভাবিত করে নি। মহামারী শিক্ষক ও শিক্ষার্থীদের চীনের উন্নয়ন নিয়ে উত্সাহমূলক অধ্যয়নে বিরত রাখেনি।

 

লিহসিভা বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় ও চাইনিজ পার্টনার কলেজগুলো যৌথভাবে অনলাইন ক্লাস, সেমিনার ও উন্নয়নের ক্লাস ইত্যাদির আয়োজন করেছে এবং শিক্ষকরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছেন। আমরা চীনা বিশ্ববিদ্যালয়গুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। ভবিষ্যতে সময়মতো একটি সহযোগিতা পরিকল্পনা প্রণয়নের জন্য চীনা অংশীদারদের সাথে কাজ করেছি।”

 

উজবেকিস্তান ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটির সভাপতি উলুগব্যাক আজিজভ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, উজবেকিস্তানে চীনা ভাষা শেখার আগ্রহ বাড়ছে। তিনি বলেন, “উজবেকিস্তানে প্রায় ৬৫০জন চীনা ভাষার শিক্ষার্থী রয়েছে। ২০১০ সালের শুরুতে আমাদের বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষাকে প্রধান কোর্স হিসাবে তালিকাভুক্ত করেছিলাম এবং এটি ছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিদেশি ভাষা। এতে বোঝা যায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষার অনেক সম্ভাবনা রয়েছে। আমরা গভীরভাবে বিশ্বাস করি যে অনুষদ, কর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরও বেশি শিক্ষার্থী তৈরি করতে পারব। যা উজবেকিস্তান ও চীনের মধ্যে বহু-ক্ষেত্র এবং সার্বিক সহযোগিতা বিকাশে অবদান রাখবে।”

 

উজবেকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং ইয়েন তাঁর বক্তৃতায় বলেন, ২০২০ সালে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারির সময় চীন ও উজবেকিস্তান একে অপরকে সাহায্য করেছে এবং নানা সমস্যা কাটিয়ে উঠেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত বিকাশ হয়েছে এবং বহু-ক্ষেত্রে সহযোগিতার নতুন সাফল্য অর্জিত হয়েছে। জিয়াং ইয়েন বলেন,

“চীন উজবেকিস্তানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং কোভিড-১৯ টিকার যৌথ বিকাশে উভয় পক্ষের সহযোগিতা সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। চীনা ভাষা পাঁচ হাজার বছরের চীনা সভ্যতার বাহক। উজবেকিস্তানে চীনা শিক্ষার প্রচার দু’দেশের মধ্যে যোগাযোগ এবং দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ব্যাপকভাবে প্রচার করবে।”