চীনা টিকার বিরুদ্ধে অপপ্রচার সফল হবে না: সিএমজি সম্পাদকীয়
2021-03-08 19:59:15

মার্চ ৮: বিশ্বব্যাপী অনেক নতুন কোভিড-১৯ টিকা এসেছে। বিশ্বের মহামারী প্রতিরোধক লড়াইয়ের জন্য এটি ভালো খবর। কিন্তু কিছু কিছু দেশের “টিকা জাতীয়তাবাদ” ও টিকাকে নিয়ে রাজনীতি করার প্রবণতা বৈশিক মহামারী প্রতিরোধক সহযোগিতায় নেতিবাচক ভূমিকা পালন করে আসছে। 

৭ মার্চ চীনের দুই অধিবেশনের সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীনের হোক বা বিদেশের, যদি নিরাপদ ও নির্ভরযোগ্য হয়, তবে সেটিই ভালো টিকা। টিকাকে সত্যিকার অর্থেই “জনগণের টিকা”-য় পরিণত করতে হবে। বস্তুত, ওয়াং ই’র বক্তব্যে একটি দায়িত্বশীল বড় দেশের অবস্থান প্রতিফলিত হয়েছে।

বিশ্বব্যাপী ইতোমধ্যে ২০ লাখেরও বেশি লোক মহামারীতে প্রাণ হারিয়েছেন। টিকা উদ্ভাবন ও উন্নয়নের খাতে বিশ্বে শীর্ষে অবস্থানকারী দেশ হিসেবে চীন নিজের বাস্তব কার্যক্রম দিয়ে মানবজাতিকে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে আসছে। টিকাকে গণপণ্য করাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে চীন।