সিনচিয়াং নিয়ে পশ্চিমা মিথ্যাচার প্রত্যাখ্যান করেছে বিশ্ব: সিআরআই সম্পাদকীয়
2021-03-07 21:30:24

মার্চ ৭: সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ চীনের সিনচিয়াং নিয়ে নানা মিথ্যাচার করে আসছে এবং মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

আজ (রোববার)  চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রসের চতুর্থ অধিবেশনের এক প্রেস ব্রিফিংয়ে সে সব মিথ্যাচার খন্ডন করেন।  

তিনি বলেন, সিনচিয়াংয়ে কথিত গণহত্যার খবর একদমই গুজব এবং সর্বৈব মিথ্যা। 

প্রেস ব্রিফিংয়ে ওয়াং ই বলেন, ফ্রান্সের বিখ্যাত লেখক ম্যাক্সিম ভিভাসের বই ‘উইগুর সম্পর্কিত ভুয়া খবরের অবসান” তাঁর নিজের দুই বার সিনচিয়াং সফরের ঘটনাবলী বর্ণনা করেছে। এতে তিনি সবার সামনে বাস্তব সিনচিয়াং তুলে ধরেছেন। তিনি তাঁর বইয়ে বলেছেন,  যারা সিনচিয়াংয়ে কখনও যায় নি, তারাই সিনচিয়াং নিয়ে ভুল খবর তৈরি করে এবং গুজব ছড়ায়।   

বইয়ের লেখককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে পশ্চিমা দেশগুলোর জনগণ বাস্তবতা জেনে নিয়েছেন। ফ্রান্সের অ্যমাজন প্ল্যাটফর্মে অনেক ক্রেতা বইটিকে ফাইভস্টার রেটিং এবং লাইক দিয়েছেন।  
মিথ্যাচার এবং গুজব পরিবেশন হচ্ছে পশ্চিমা চীন বিরোধী শক্তির প্রধান কৌশল। তারা সিনচিয়াং না গিয়ে, কোন রকম প্রমাণ ছাড়াই মিথ্যাচার তৈরি করে এবং গুজব ছড়ায়। তারপর পশ্চিমা কিছু মিডিয়া ও রাজনীতিক এসব নিয়ে রাজনীতি করে। সিনচিয়াংয়ের স্থিতিশীতা ও নিরাপত্তা বিঘ্নিত করতে এবং চীনের উন্নয়নে বাধা দিতে তারা এসব অপচেষ্টা চালায়। 

আজ (রোববার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে। 
(রুবি/এনাম)