কফিহাউসের আড্ডা: সিপিডি’র সাবেক নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমানের চোখে চীনের উন্নয়ন
2021-03-06 15:39:05

কফিহাউসের আড্ডা: সিপিডি’র সাবেক নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমানের চোখে চীনের উন্নয়ন_fororder_Professor-Mustafizur-Rahman-news-media

সম্প্রতি চীনা সরকার দেশে চরম দারিদ্র্যমুক্তির ঘোষণা দিয়েছে। তা ছাড়া, এখন চীনে ‘দুই অধিবেশন’ চলছে। এসময় দেশের পরবর্তী ৫ বছরের উন্নয়ন-পরিকল্পনা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চীনে দারিদ্র্যবিমোচনের অভিজ্ঞতা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের কাজে লাগতে পারে কি? ভবিষ্যতে চীন ও বাংলাদেশের মধ্যে কোন কোন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা চালানো যেতে পারে?

আজকের আসরে এসব বিষয় নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশের সেন্টার ফর পোলাসি ডাইলোগ (সিপিডি)-এর বিশিষ্ট গবেষক এবং সাবেক নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশের ষষ্ঠ ও সপ্তম পাঁচসালা পরিকল্পনার অর্থনৈতিক বিশেষজ্ঞদলের সদস্য এবং জাতীয় দ্বিতীয় দীর্ঘকালীন পরিকল্পনার (২০২১-২০৪১) বিশেষজ্ঞদলের সদস্য। চলুন, আলাপ করি অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সাথে।