নির্বাচন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে হংকংয়ে ‘দেশপ্রেমিকদের প্রশাসন’ নিশ্চিত হবে: সিআরআই সম্পাদকীয়
2021-03-06 18:37:17

মার্চ ৬: ‘হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচন ব্যবস্থা  সংস্কারের বিষয়ে জাতীয় গণকংগ্রেসের সিদ্ধান্ত (খসড়া)’বিবেচনার জন্য ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে পেশ করা হয়েছে।

হংকং পরিচালনার দায়িত্ব দেশপ্রেমিকদের হাতে তোলে দিতে ও দীর্ঘ মেয়াদে হংকংয়ের স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করার লক্ষেই এ সংস্কার। গণকংগ্রেসের ভাইস চেয়ারম্যান ওয়াং ছেন  ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে এ নিয়ে কথা বলেন। 

তিনি বলেন, হংকংযের নির্বাচনী ব্যবস্থা উন্নয়নের ৫টি মৌলিক নীতিমালা ঠিক করা হয়েছে।  সার্বিক ও নির্ভুলভাবে  ‘এক দেশ, দুই ব্যবস্থা’ বজায় রাখা, হংকংয়ের অধিবাসীদের দ্বারা অঞ্চলটি শাসন, এবং উচ্চমানের শায়ত্তশাসন নিশ্চিত করা। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করা, আইন অনুসারে হংকংকে শাসন করা, হংকংয়ের প্রকৃত অবস্থা বিবেচনায় রেখে ব্যবস্থা গ্রহণ এবং হংকং বিশেষ প্রসাশনের কার্যক্ষমতা উন্নয়ন করা।  

“এ সব নীতিমালার মাধ্যমে হংকংয়ের প্রতি কেন্দ্রীয় সরকারের সার্বিক প্রশাসন নীতি নিশ্চিত করা হয়। এ ছাড়া, আইন অনুসারে হংকংয়ের উচ্চ মানের শায়ত্তশাসন ও মর্যাদা নিশ্চিত করা হয়। এটি কার্যকরভাবে চীন বিরোধী, হংকংয়ে বিশৃঙ্খলাসৃষ্টিকারী, ও চীন বিরোধী বিদেশি শক্তির প্রতিনিধিদেরকে হংকংয়ের প্রশাসন ব্যবস্থায় প্রবেশ করার সুযোগ বন্ধ করবে। পাশাপাশি হংকংয়ের স্থায়ী অধিবাসীদের ভোটের অধিকারও নিশ্চিত করবে।” 

উল্লেখ্য, হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা উন্নয়নে চীনের সংবিধান ও হংকংয়ের মৌলিক আইনের নিদের্শনা বাস্তবায়িত হবে। সেখানে বিদেশি নির্বাচনী পদ্ধতি প্রয়োগ করা হবে না বলে সিআরআইয়ের এক সম্পাদকীয়তে উল্লেখ করা হয়। (আকাশ/এনাম/রুবি)