মার্চ ৪: চীনের জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়গুলোর একটি হচ্ছে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাচনব্যবস্থা পূর্ণাঙ্গ করার প্রস্তাব।
বর্তমানে হংকংয়ের নির্বাচনব্যবস্থায় ত্রুটি আছে। নির্বাচনে প্রার্থীদের দেশপ্রেমকে বিবেচনায় রাখা হয় না; বিচ্ছিন্নতাবাদীরাও এ ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তারা এ সুযোগ কাজে লাগিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হন বা হতে পারেন এবং বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা প্রচার করেন বা করতে পারেন। জাতীয় নিরাপত্তার জন্য এটা হুমকিস্বরূপ।
হংকং চীনের একটি প্রশাসনিক অঞ্চল। হংকংয়ের নির্বাচনব্যবস্থা পূর্ণাঙ্গ হওয়া উচিত কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে। চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা হিসেবে জাতীয় গণকংগ্রেস হংকংয়ের নির্বাচনব্যবস্থাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে এবং এটা গণকংগ্রেসের দায়িত্বও বটে।
জনগণের মতামত জানার জন্য কেন্দ্রীয় সরকার বহুবার আলোচনাসভা আয়োজন করেছে। তাতে হংকংয়ের শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও শ্রমিকদের মতামত শোনা গেছে।
বিশ্বের ১৯০টি দেশে, যেখানে সংবিধান রয়েছে, সেখানে সরকারি কর্মকর্তাদের নিজ দেশের সার্বভৌমত্ব, ভূখন্ডের অখন্ডতা রক্ষা এবং সংবিধান মেনে নেওয়ার শপথগ্রহণ করতে হয়। হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে তার প্রশাসন-ক্ষমতাও দেশপ্রেমিকদের হাতেই থাকাই উচিত।
হংকং মাতৃভূমির অধীনে ফিরে আসার পর ‘এক দেশ, দুই ব্যবস্থা’, ‘হংকংবাসী দ্বারা হংকং শাসন করা’ ইত্যাদি নীতি কার্যকর হয়েছে। হংকংবাসী অপূর্ব গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা উপভোগ করছে। এবার হংকংয়ের নির্বাচনব্যবস্থা পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত হংকংয়ের গণতান্ত্রিক ব্যবস্থার সুষ্ঠু উন্নয়নের জন্যও অনুকূল প্রমাণিত হবে। (ইয়াং/আলিম/হাইমান)