আকাশ ছুঁতে চাই (১১) --- নারী আসুক নেতৃত্বে
2021-03-04 19:01:09

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি । ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য হলো করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব।

 

প্রতিবেদন: নারীর কর্মসংস্থান হার বৃদ্ধি পেলেও কমেনি নারীর নিরাপত্তাহীনতা

বাংলাদেশে সব ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ বেড়েছে। করোনার সময়ে কর্মক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণেই তার প্রমাণ মেলে। গত এক দশকে এ দেশে নারীর কর্মসংস্থান হারও বেড়েছে। তবে ঘরের বাইরে কাজের ক্ষেত্রে নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি সবাইকে উদ্বিগ্ন করে তুলছে। যথার্থ আইনের বাস্তবায়ন, সরকারি নানা পদক্ষেপ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে এ সমস্যা থেকে বেরিয়ে আসা অনেকটা সম্ভব বলে মনে করে নারী অধিকার সংগঠনগুলো। বিস্তারিত রওজায়ে জাবিদা ঐশীর রিপোর্টে।

              

আকাশ ছুঁতে চাই (১১) --- নারী আসুক নেতৃত্বে_fororder_0304-1

                         আকাশ ছুঁতে চাই (১১) --- নারী আসুক নেতৃত্বে_fororder_0304-2

       মালেকা বানু                             ব্যাংকার সাদিয়া ইমামন অর্ণি

 

নারীর ক্ষমতায়ন কথাটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। এটি এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে নারীরা নিজেদের যোগ্যতা ও অর্জনকে তুলে ধরতে পারেন। পরিবারিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত ও অবস্থান জানান দিতে পারেন। কিন্তু এ অবস্থানে ক’জনই বা আসতে পারেন। এ দেশের প্রেক্ষাপটে সহস্র প্রতিবন্ধকতার বেড়াজাল কেউ কেউ ভাংতে পারলেও অনেকেই তা পারেননা। পরিবারের অসহযোগিতা কারণে পিছিয়ে পড়েন এসব নারী। পড়তে হয় সমাজের রোষানলেও।

তবে আশার কথা হলো, এ প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়েছে। নারীরা তাদের মত প্রকাশে অনেকটাই সোচ্চার। করোনা মহামারি সময়েও নারীদের প্রতিটি ক্ষেত্রেই অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। ব্যাংক কর্মকর্তা সাদিয়া ইমামন বর্ণি, বলছিলেন করোনার সময়ে দেড় বছরের ছেলেকে পরিবারের কাছে রেখে কর্মস্থলে ছুটে চলার কথা।

এদিকে, কর্মক্ষেত্র বা তার বাইরে নারীরা কতোটা নিরাপদ? বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর কাছে তা জানতে চাইলে, নারীর নিরাপত্তায় উদ্বিগ্নতার কথা বলেন তিনি। বিশ্বব্যাংকের এক গবেষণা বলছে, অর্থনীতিতে নারীর কর্মসংস্থানের হারের অগ্রগতির ফলে নারী-পুরুষ সমতায় বাংলাদেশ আরো এগিয়েছে। সংস্থাটির প্রকাশিত ‘ভয়েস টু চয়েস বাংলাদেশ জার্নি ইন ওমেনস্ ইকনমিক এমপাওয়ারমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। তবে স্বাধীনভাবে কর্মসংস্থানের সিদ্ধান্ত গ্রহণে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে দেশের নারীরা।

 

সাক্ষাত্কার: গবেষক নিলুফার করিম

আকাশ ছুঁতে চাই (১১) --- নারী আসুক নেতৃত্বে_fororder_0304-3

নিলুফার করিম আর শান্ত মারিয়া

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নের জন্য করণীয় নিয়ে আজ আমরা কথা বলবো জেন্ডার বিশেষজ্ঞ ইউ এন ওমেনের করসালট্যান্ট ও গবেষক নিলুফার করিমের সঙ্গে।

আন্তর্জাতিক নারী দিবস বিষয়ে নিলুফার করিম বলেন এ বছরের প্রতিপাদ্যে যে বিষয়টি আছে সেটি হলো নারীদের জন্য সমতা ও সাম্য প্রতিষ্ঠা করা। নারীকে বিভিন্ন পেশায় শুধু সংখ্যা বৃদ্ধি করলেই হবে না।  সেইসঙ্গে নীতি নির্ধারণী পর্যায় ও সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোতেও পৌঁছাতে হবে। এজন্য চাই নারীর ক্ষমতায়ন। তিনি বলেন বাংলাদেশে রয়েছে নারী  উন্নয়ন নীতি। তবে নীতি সমূহের যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব নারীর ক্ষমতায়ন।

ব্যক্তিগত জীবনে তিনি সাফল্য পেয়েছেন, চ্যালেঞ্জ অতিক্রম করেছেন। শিক্ষাজীবনের মাঝপথে তার বিয়ে হয়। তবে তিনি লেখাপড়া চালিয়ে যান। এজন্য পরিবারের সহযোগিতা পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সরকারি চাকরি নেন। পরবর্তিকালে অনেক চুক্তিভিত্তিক কাজ করেছেন। কনসালটেন্সি করছেন।

এ বছর নারী দিবসে তার প্রত্যাশা হলো নারীরা আরও বেশি করে যেন নেতৃত্বে আসেন।

 

চীনের নারীদের নিয়ে বিশেষ কথিকা: চীনের অর্ধেক আকাশ ধরে রেখেছে নারী

আকাশ ছুঁতে চাই (১১) --- নারী আসুক নেতৃত্বে_fororder_0304-4

 

চীনের মহান নেতা চেয়ারম্যান মাওসেতুং বলেছিলেন, চীনের অর্ধেক আকাশ ধরে রেখেছে নারী। এ কথার তাত্পর্য হলো ১৯৪৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের পর চীনে নারী পুরুষের মধ্যে বিরাজমান সকল প্রকার বৈষম্য বিলোপ করা হয়। ১৯৬০ থেকে ৭০ এর দশকে চীনের নারীর কর্মসংস্থানের হার বিশ্বে সর্বোচ্চ পর্যায়ে পৌছায়। চীনের জিডিপিতে ৪১ শতাংশর বেশি অবদান নারীর যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে শাংহাই বা বেইজিংয়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ৭০ শতাংশ কর্মী হলেন নারী।

শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর পরিমাণ বেশি।

চীনের কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটিসহ অনেক সুবিধা ভোগ করেন।কর্মক্ষেত্রে রয়েছে শিশু দিবাযত্ন কেন্দ্রের ব্যবস্থা।

চীনদেশে নারী দিবস ৮ মার্চে পালিত হয় সাড়ম্বরে। এদিন সরকারি ছুটির দিন। এদিন চীনের নারীদের কাছে রীতিমতো উত্সবের। পরিবারের পুরুষ সদস্যরা এদিন নারীদের বিশেষ উপহার দেন, বেড়াতে নিয়ে যান, বাইরে খাবার ও বিশেষভাবে দিনটি উদযাপনের আয়োজন করেন। অধিকার ও নিরাপত্তার কথা যদি ওঠে তাহলে বলতেই হবে চীনে প্রতিটি দিনই নারী দিবস। কারণ চীনে সরকারি নীতি ও সংবিধানে নারী-পুরুষের কোনো বৈষম্য নেই। শুধু তাই নয়, নারীর নিরাপত্তার ক্ষেত্রেও চীনের আইন খুবই কঠোর।

নারী দিবসের ইতিহাস

আকাশ ছুঁতে চাই (১১) --- নারী আসুক নেতৃত্বে_fororder_0304-5

ক্লারা জেটকিন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটির রয়েছে একশ বছরের বেশি সময়ের সমৃদ্ধ ইতিহাস। ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নারী শ্রমিকরা মজুরি বৈষম্য ও কাজের অমানবিক পরিবেশের প্রতিবাদে ও কর্মঘন্টা নির্দিষ্ট করার দাবীতে প্রতিবাদে মুখর হয়েছিলেন রাজপথে। সেই মিছিলে তাদের উপর চলে আক্রমণ। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। ১৯১০ সালে ডেনমার্কে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে ক্লারা জেটকিন প্রতিবছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। ১৯১১ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়। কমিউনিস্ট কর্মীরা বিশেষ ভাবে দিনটি পালন করতে থাকেন। ১৯১৪ সাল থেকে কয়েকটি দেশে এই দিবস পালন শুরু হয়। বাংলাদেশেও সত্তরের দশক থেকে দিবসটি পালিত হচ্ছে। ১৯৭৫ সালে ৮ মার্চ আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং জাতিসংঘ দিবসটি পালনের আহ্বান জানায়।  ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘে গৃহীত হয় নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের সনদ সিডও।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নারীর প্রতি বৈষম্য বিলোপ ও নারীর সমঅধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হয়।

 

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাত্কারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

গ্রন্থনা, উপস্থাপনা ও লেখা: শান্তা মারিয়া

ছবি: হোসনে মোবারক সৌরভ