থিয়ান চেন
2021-03-04 09:43:03

 

থিয়ান চেন_fororder_TIM截图20210114173209

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের বিখ্যাত একজন গায়িকা থিয়ান চেনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি খুব শক্তিশালী ও বৈশিষ্ট্যময় কণ্ঠের জন্য সুপরিচিত। গত শতাব্দীর ৯০ এর দশকে তিনি চীনের সংগীত জগতের নেতৃত্ব দিয়েছিলেন। চীনা সংগীত মহলের অতুলনীয় একজন গায়িকা হিসেবে বিবেচিত হন তিনি। তাঁর অনেক গান বেশ জনপ্রিয় ও ক্লাসিক। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা থিয়ান চেনের একটি জনপ্রিয় গান ‘বড় গাছ’ শুনবো।গান ১

থিয়ান চেন ১৯৬৬ সালে চীনের বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। মংগীতের প্রতি ভালবাসার টানে যৌবনে তিনি গায়িকা হওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৮৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন এবং তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। পরে তিনি হারবিন গান ও নৃত্য দলে যোগ দিয়ে বিভিন্ন জায়গায় পারফরম করতে শুরু করেন। ১৯৮৮ সালে তিনি ‘হুয়াং থু কাও ফো’ অর্থাত ‘পীত-মাটির মালভূমি’ গেয়েছেন। সে গানে চীনের পীত-মাটির মালভূমির বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এ গান দ্রুত সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠে। এবং থিয়ান চেন নামটিও সবার কাছে পরিচিত হয়। বন্ধুরা, এখন আমরা থিয়ান চেনের কণ্ঠে গাওয়া গান ‘হুয়াং থু কাও ফো’ শুনবো।গান ২

গত শতাব্দীর ৮০ ও ৯০ এর দশকে অধিকাংশ চীনা গায়িকার কণ্ঠে মিষ্টি ও কোমল গান শুনা যেতো, তবে থিয়ান চেনের কণ্ঠ ছিল একটু ব্যতিক্রম। তাঁর শক্তিশালী ও গভীর কণ্ঠ সেই সময়ের চীনা সংগীত মহলে বিরল ও বৈশিষ্ট্যময় ছিল। সেসব মিষ্টি কণ্ঠের গায়িকার চেয়ে থিয়ান চেনের গান অন্য এক রকমের আকর্ষণ তৈরি করেছিল। তিনি গায়িকাদের প্রতি মানুষের স্টেরিওটাইপস ভেঙে দেন, এবং লোকজনও তাঁকে অনেক পছন্দ করেন। ১৯৯২ সাল থেকে থিয়ান চেন চীনের পক্ষ থেকে জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম ইত্যাদি দেশে পারফরম করেছেন এবং জনপ্রিয়তা পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন থিয়ান চেনের কণ্ঠে একটি সুন্দর গান ‘আমার প্রিয় জন্মভূমি’।গান ৩

থিয়ান চেন_fororder_u=2269908878,2175471883&fm=26&gp=0

১৯৯৬ সালে থিয়ান তাঁর অ্যালবাম ‘বন ফুল’ প্রকাশ করেন এবং সাফল্য অর্জন করেন। ১৯৯৭ সাল থেকে তিনি অনেক বার চীনা কেন্দ্রীয় টিভি স্টেশনের বসন্ত উত্সবের অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তাঁর সুন্দর পারফরমেন্স অনেক প্রশংসা পায়। চীনের মূলভূখণ্ডে জনপ্রিয় হওয়া ছাড়াও থিয়াং চেন চীনের হংকং, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার মানুষের ভালবাসা লাভ করেন। বন্ধুরা, এখন শুনুন থিয়ান চেনের একটি জনপ্রিয় গান ‘কে আমার জন্য অপেক্ষা করবে’।গান ৪

প্রিয় বন্ধুরা, পরের গান আমরা শুনবো থিয়ান চেনের ২০০৩ সালে প্রকাশিত একটি গান, গানের নাম ‘storms Rainbow sonorous Rose’। এ গান যেসব সাধারণ নারী কিন্তু অসাধারণ কাজ করে, তাঁদের জন্য রচনা করা এবং তাঁদের শক্তিশালী, আশাবাদী চরিত্রের প্রশংসা করেছে। উজ্জ্বল সুর, উত্সাহব্যঞ্জক কথা ও থিয়ান চেনের শক্তিশালী কণ্ঠের জন্য গানটি প্রকাশের পরপরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে, এবং মহিলা বিশ্ব কাপের সময়ে চীনা জাতীয় মহিলা ফুটবল দলের গান হিসেবে ব্যবহৃত হয়েছে। বন্ধুরা, এখন থিয়ান চেনের সে গানটি শুনবো আমরা।গান ৫

২০০৭ সাল থেকে স্বাস্থ্য সমস্যার জন্য থিয়ান চেন কম গান প্রকাশ করেন, বরং তিনি চীনের বিভিন্ন জায়গায় গিয়ে স্থানীয় লোকসংগীত ও সংস্কৃতি শিখে নিজের সংগীত দক্ষতা উন্নত করেন। তিনি আশা করেন, তাঁর গান সবাইকে সংগীতের বৈচিত্র ও সৌন্দর্য তুলে ধরতে পারবে, আর তিনি এ জন্য চেষ্টা করতে থাকেন। বন্ধুরা, এখন শুনুন থিয়ান চেনের একটি সুন্দর গান ‘অবিচল থাকা’।গান ৬

এখন পর্যন্ত থিয়ান চেন নতুন গান গাইছেন। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা কোনভাবেই বিলীণ হয়নি। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে থিয়ান চেনের আরেকটি সুন্দর গান ‘মুক্ত’ শুনবো, আশা করি তার গানশুলো আপনারা পছন্দ করেছেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবারও কথা হবে।