চিন চি উন
2021-03-04 10:02:31

চিন চি উন_fororder_src=http___ww1.sinaimg.cn_large_67dd74e0jw1fauuaa8jk1j20u60k40xm&refer=http___www.sina

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের চীনের একজন গায়ক ও প্রযোজকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চিন চি উন। তিনি ১৯৮২ সালে চীনের উত্তরপূর্বাঞ্চলের চিলিন প্রদেশের চিলিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে সংগীত প্রযোজক হিসেবে শোবিজ জগতে কাজ শুরু করেন। তবে, পরে তিনি নিজে গান গাইতে শুরু করেন এবং জনপ্রিয় হয়ে ওঠেন। 

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো চিন চি উনের রচিত ও নিজ কণ্ঠে গাওয়া খুব জনপ্রিয় একটি গান ‘উঁচু ও দূরে উড়ে যায়’।গান ১

চিন চি উন ২০০২ সালে গান রচনা শুরু করেন। এরপর সুর ও গানের কথা লেখা থেকে শুরু করে রেকর্ড ও পোস্ট-এডিটিং পর্যন্ত একটি গান তৈরির প্রায় সবকাজ তিনি একাই করতে থাকেন। এ সময় তিনি প্রধানত ইন্টারনেটে তার গান প্রকাশ করেন। ২০০৫ সালে তিনি তরুণদের মধ্যে অনেক জনপ্রিয় হন। ২০০৬ সালে তার গান ‘একই পৃথিবী একই স্বপ্ন’ অলিম্পিক সংগীত প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার অর্জন করে। বন্ধুরা, এখন শুনুন চিন চি উনের একটি সুন্দর গান ‘একটি প্রেমের চিটি লিখি’।গান ২

চিন চি উন_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_q_70,c_zoom,w_640_images_20171115_ff4d2af3deae40bba332d8b073fee796.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

এরপর চিন চি উন চিলিন থেকে বেইজিংয়ে আসেন। তিনি অন্য গায়কের জন্য সংগীত ব্যবস্থাপনার কাজ করেন বা সুর রচনা করেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন বারে গান গাইতে থাকেন এবং অব্যাহতভাবে ইন্টারনেটে গান প্রকাশ করতে থাকেন।  তিনি আট বছর ধরে এ কঠিন জীবন কাটিয়েছেন। এই অভিজ্ঞতার কারণে তার সংগীত রচনার দক্ষতা বেড়েছে। বন্ধুরা, এখন শুনুন চিন চি উনের একটি সুন্দর গান ‘প্লাস্টিক ব্যাগ’।গান ৩

২০১২ সালে চিন চি উন চীনের খুব জনপ্রিয় একটি সংগীত অনুষ্ঠান ‘ভয়েস অফ চায়নাতে’ অংশগ্রহণ করেন। এটা তার প্রযোজক থেকে গায়ক হওয়ার একটি সফল চেষ্টা। অনুষ্ঠানে তার সংগীত প্রতিভা পুরোপুরি ফুটে ওঠে। এতে চিন চি উনের প্রথম পারফরম্যান্স বিচারকদের প্রশংসা কুড়ায়। তিনি চতুর্থ পুরষ্কার লাভ করেন।

বন্ধুরা, এখন শুনুন সেই অনুষ্ঠানে চিন চি উনের একটি জনপ্রিয় গান ‘তোমার জ্য কাঁদি’।গান ৪

চিন চি উন_fororder_src=http___img1.gtimg.com_ent_pics_hv1_228_78_1984_129029718&refer=http___img1.gtimg

২০১৩ সালে চিন চি উন চীনের পপ সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। সে বছর তিনি ‘স্বপ্ন ও বাসা’ অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের সব গান তার নিজের রচনা।  তিনি এই অ্যালবামের জন্য সেই বছরে চীনের শ্রেষ্ঠ সংগীত প্রযোজক ও গায়কের পুরষ্কার পান। 

বন্ধুরা, এখন শুনুন চিন চি উনের একটি সুন্দর গান ‘অনিদ্রা’।গান ৫

২০১৫ সালে চিন চি উন জনপ্রিয় কমিডি ফিল্ম ‘Goodbye Mr. Loser’র জন্য থিম সোং রচনা করেন। গানটি অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয় এবং সে বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র সংগীতের পুরষ্কার পায়। সে বছর তিনি চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘গায়কে’ অংশগ্রহণ করেন এবং বেশ চমত্কার পারফরম্যান করেন। দর্শকদের কাছে তিনি চীনা সংগীত মহলের অপরিহার্য প্রযোজক ও গায়কের স্থান দখল করে নেন। বন্ধুরা, এখন শুনুন ‘গায়ক’ অনুষ্ঠানে চিন চি উনের একটি সুন্দর গান ‘কফি ও মদ’।গান ৬

চিন চি উন এখন নিজের সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেছেন এবং সুন্দর গান উপহার দিচ্ছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে চিন চি উনের আরেকটি সুন্দর গান ‘বিদায়’ শুনবো। আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।