শুয়েই জি ছিয়ান
2021-03-03 14:10:30

শুয়েই জি ছিয়ান ১৯৮৩ সালের ১৭ জুলাই চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের পপ গায়ক, সঙ্গীত প্রযোজক ও অভিনেতf। তিনি বিশ্বের তিনটি হোটেল প্রশাসনের অন্যতম--গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন--থেকে স্নাতক হন। ২০০৫ সালে তিনি এক শো’তে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০০৬ সালে তিনি প্রথম তাঁর নামে অ্যালবাম “শুয়েই জি ছিয়ান” প্রকাশ করেন এবং “গম্ভীর তুষার” গান দিয়ে সবার নজর কাড়েন। তিনি নিজেই গানটি সৃষ্টি করেন। গানটিতে তাঁর প্রথম গভীর ভালোবাসার অভিজ্ঞতা রেকর্ড করা হয়। গানের কথাগুলো তাঁর সত্যিকারের অভিজ্ঞতা। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি আপনাদের খুবই জনপ্রিয় এ গানটি শোনাই, কেমন? 

শুয়েই জি ছিয়ান_fororder_src=http___www.15lu.com_dedecms_uploads_allimg_190310_32-1F619220K6.png&refer=http___www.15lu

২০০৭ সালে তাঁর অ্যালবাম “তুমি কেমন আছো?” মিউজিক রেডিও চীনের টপ তালিকায় মূল-ভূভাগের সবচেয়ে জনপ্রিয় গায়ক পুরষ্কার জিতে। ২০০৮ সালে তিনি “গভীরভাবে তোমাকে ভালোবেসেছি” অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তিনি শাংহাইয়ে প্রথম একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০১৩ সালে তাঁর অ্যালবাম “কয়েক শুয়েই জি ছিয়ান” মিউজিক রেডিও চীনের টপ তালিকায় মূল-ভূভাগের প্রস্তাবিত অ্যালবাম পুরুস্কার জিতে। ২০১৪ সালে ২১তম চাইনিজ শীর্ষ ১০ সংগীত পুরস্কারে তিনি তাঁর অ্যালবাম “দুর্ঘটনা” দিয়ে সেরা গীতিকার হন। তাহলে বেশি কথা না বলি, এখন আমি আপনাদের শুয়েই  জি ছিয়ানের “দুর্ঘটনা” গানটি শোনাই। 

শুয়েই জি ছিয়ান_fororder_u=3296003852,168832135&fm=26&gp=0

২০১৫ সালের জুন মাসে শুয়েই জি ছিয়ান প্রথম বারের মতো প্রযোজক হিসেবে আসল ইপি “ভদ্রলোক” প্রকাশ করেন। একই বছর তিনি “ফুলের মতো মা” টিভি নাটকে অভিনয় করেন। বন্ধুরা, এখন তাহলে আমরা এক সাথে শুনি শুয়েই জি ছিয়ানের গানে ভদ্রলোক কী রকম হয়, কেমন? 

শুয়েই জি ছিয়ান_fororder_u=783266971,1091093550&fm=26&gp=0

প্রিয় বন্ধুরা, শুয়েই জি ছিয়ানের ইপি “ভদ্রলোক” তৈরী করতে ১৯ মাস সময় লাগে। ওই সময় তিনি বার বার বেইজিং, শাংহাই ও তাইওয়ানের মধ্যে যাতায়াতে করেন। এতে একই নামের গান “ভদ্রলোক” ছাড়া আরও রয়েছে “অভিনেতা” নামে আরেকটি গান। এটিও খুবই জনপ্রিয়। তাহলে আমি আপনাদের এখনই গানটি শোনাই। 

শুয়েই জি ছিয়ান_fororder_src=http___pic.baike.soso.com_ugc_baikepic2_3241_20170808111846-1787600334_jpg_960_600_48227_0&refer=http___pic.baike.soso

২০১৮ সালের জুলাই মাসে শুয়েই জি ছিয়ানের বিশ্ব ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান বেইজিংয়ে শুরু হয়। সঙ্গীতানুষ্ঠানটি ৪টি মহাদেশের ৮টি দেশের ২১টি শহরে বিস্তৃত ছিল। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তিনি তাঁর ১১তম একক অ্যালবাম “পৃথীবির বাইরে থেকে আসা জিনিস” প্রকাশ করেন। অ্যালবামে একই নামের গান আছে। তাহলে আমরা এক সাথে সদ্য প্রকাশিত গানটি শুনি, কেমন?

শুয়েই জি ছিয়ান_fororder_562c11dfa9ec8a136327fbf08f49868fa0ec08fa6ac2
“তুমি আমাকে কিভাবে চাও” শুয়েই জি ছিয়ানের গাওয়া আরেকটি গান। পাশাপাশি, “ফুলের মতো মা” টিভি নাটকের শেষ গান। গানের কথা ও সঙ্গীত উভয়ই শুয়েই জি ছিয়ানের করা। গানটি ২০১৩ সালের অক্টোবর মাসে তাঁর প্রকাশিত অ্যালবাম “দুর্ঘটনা”তে অন্তর্ভূক্ত হয়। গানটিতে এক জোড়া বিছিন্ন প্রেমিক-প্রেমিকার গল্প বলা হয়। এ রকম গল্প শুনে মুগ্ধ হবার পাশাপাশি দুঃখও লাগে। শুনুন তাহলে গানটি। 

 

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের শুয়েই জি ছিয়ানের অন্য আরেকটি গান শোনাই। গানের নাম “একদম ঠিক”। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। 

 

(প্রেমা/এনাম)