১০০ ট্রিলিয়ান ইউয়ান জিডিপি নিয়ে উন্নয়নের নতুন পর্যায়ে চীন
2021-03-03 10:22:17

১০০ ট্রিলিয়ান ইউয়ান জিডিপি নিয়ে উন্নয়নের নতুন পর্যায়ে চীন_fororder_u=3079850550,1427586219&fm=26&gp=0

গত ২৮ ফেব্রুয়ারি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো দেশটির ২০২০ সালের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ২০২০ সালে চীনের মাথাপিছু জিডিপি ৭২হাজার ৪৪৭ইউয়ান উল্লেখ করা হয়। তা ২০১৯ সালের তুলনায় ২ শতাংশ বেশি। চীনের মাথাপিছু আয়ও টানা দু বছরের মতো ১০হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি, চীনের জিডিপি প্রথম বারের মতো ১০০ট্রিলিয়ান ইউয়ান ছাড়িয়েছে।

 

২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত চীনের জিডিপি যথাক্রমে ৭০, ৮০, ও ৯০ ট্রিলিয়ান ইউয়ান ছাড়িয়েছিল। ২০২০ সালে চীন বিশ্বের একমাত্র প্রধান অর্থনৈতিক সত্তা হিসেবে তার অর্থনীতির প্রবৃদ্ধি বজায় রাখে। ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা চলাকালে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় স্থান বাজায় রাখে এবং মাথাপিছু জিডিপির দিক থেকে দেখলে চীন মধ্য ও উচ্চ আয়ের  দেশে পরিণত হয়েছে।

 

এক ট্রিলিয়ন ইউয়ান জিডিপির অধিকারি শহরের তালিকা সম্প্রসারিত হয়েছে। ২০২০ সালে চীনে মোট ২৩টি শহরের জিডিপি ১ ট্রিলিয়ানি ইউয়ান ছাড়িয়েছে। এর মধ্যে বৃহত জিডিপির ১০টি শহর হল: শাংহাই, বেইজিং, শেন চেন, কুয়াং চৌ, ছুংছিং, সু চৌ,ছেং তু, হাংচৌ, উহান এবং নানচিং।

 

২০২০ সালে তৃতীয় শিল্পের মূল্য সংযোজন মোট জিডিপির ৫৪.৫ শতাংশ এবং অর্থনীতি প্রবৃদ্ধিতে তার অবদান ৪৮.৪ শতাংশ ছিল। এটি টানা ৬ বছর ধরে অর্থনৈতিক উন্নয়নের বৃহত চালিকা শক্তি হয়ে আসছে।

চীনের কৃষি ও শিল্প উত্পাদন ক্ষমতাও দিন দিন বাড়ছে। অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়। ২০২০ সালে চীনের খাদ্য উত্পাদন পরিমাণ, বর্ধিত  নির্মাণ শিল্প মূল্য, ৫জি টার্মিনাল সংযোগের সংখ্যা, হাইওয়ে ও হাই স্পিড ট্রিনের মাইলেজসহ বিশ্বের প্রথম স্থান দখল করে।

২০২০ সালে বিশ্ব বাণিজ্য ও বহুজাতিক সরাসরি বিনিয়োগ ব্যাপক সঙ্কুচিত হবার পরেও চীনের পণ্য আমদানি ও রপ্তানির পরিমাণ ৩২.২ ট্রিলিয়ান ইউয়ানে পৌঁছে। তা ইতিহাসে সর্বোচ্চ এবং বিশ্বের বৃহত পণ্য বাণিজ্য দেশের হিসেবে চীনের অবস্থান দৃঢ় করে।

২০২১ সালের ১০ ফেব্রয়ারি ‘থিয়ান ওয়েন-১’ মঙ্গল অনুসন্ধান যন্ত্র সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে এবং পরিভ্রমণ করে।

গত ১২ ফেব্রুয়ারি বসন্ত উত্সবের প্রথম দিন চীনের বক্স অফিসের আয় ১৭০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়। বিশ্বে এক দিনের বক্স অফিসের আয়ে রেকর্ড সৃষ্টি করে।

গত ১৮ ফেব্রুয়ারি চায়না পোস্ট জানিয়েছে, বসন্ত উত্সবের ছুটির সময় চীনের প্যাকেজ সংগ্রহ ও বিতরণ পরিমাণ ছিল ৬৬ কোটি। তা ২০২০ সালের একই সময়ের তুলনায় ২২০ শতাংশ বেশি।

এসব পরিসংখ্যান থেকে বোঝা যায়, চীনের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সার্বিক জাতীয় শক্তি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে।

২০২০ সালে চীন চরম দারিদ্র্যমুক্ত হয় এবং মহমারির বিরুদ্ধে লড়াইয়ে সফলতা অর্জন করে।

চীনের লোকসংখ্যা ১৪০কোটি এবং এর মধ্যে ৪০কোটি মধ্য আয়ের মানুষ। তার মানে চীন বিশাল একটি বাজার। আগামিতে শিল্পায়ন, তথ্যায়ন, শহরায়ন ও কৃষির আধুনিকীকরণ আরও এগিয়ে যাবে। (শিশির/এনাম/রুবি)