মার্চ ১: চীনা সরকারের গত সপ্তাহে প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে চীনের জিডিপি ২.৩ শতাংশ বেড়ে ১০১ ট্রিলিয়ন ইউয়ানের ওপরে দাঁড়িয়েছে। প্রত্যেক চীনা মানুষ জানেন এ সংখ্যার সঙ্গে কতো পরিশ্রম ও ত্যাগ মিশে আছে।
মহামারীর প্রেক্ষাপটে অর্থনৈতিক পুনরুদ্ধার ছিল সারা বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় চীন কর্মসংস্থান ও জনগণের জীবনমান রক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়। চীন সরকার অনেক শুল্ক মওকুফ করেছে এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অনেক সুবিধা দিয়েছে।
চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্বের অন্যতম চালিকাশক্তি। চীনের উত্পাদন অনেক দেশের চাহিদা মেটাতে পেরেছে। ২০২০ সালে চীন প্রথমবারের মতো ইইউ’র বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে।
বর্তমান বিশ্বে মহামারী ও অর্থনীতি এখনো অনেক অনিশ্চয়তার মাধ্যে আছে। কিন্তু চীনের অর্থনীতিতে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে চলতি বছর হচ্ছে চীনের নতুন পাঁচসালা পরিকল্পনার প্রথম বছর। চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বজায় থাকবে এবং আরও অনেক মানুষের সুন্দর জীবনের স্বপ্ন বাস্তবায়িত হবে। (ইয়াং/আলিম/হাইমান)