জাং বি ছেন
2021-03-01 11:15:13

জাং বি ছেন_fororder_src=http___n.sinaimg.cn_sinacn_w1159h739_20180102_8096-fyqefvx1936116&refer=http___n.sinaimg

জাং বি ছেন ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর চীনের থিয়ানচিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি থিয়ানচিন ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয় (টিএফএসইউ) থেকে স্নাতক হন। তিনি চীনের মূল-ভূভাগের পপ গায়িকা। তাঁর মা চীনের লোক সঙ্গীত অনুরাগী হবার কারণে ছোটবেলা থেকেই জাং বি ছেন সঙ্গীতের প্রতি আসক্ত হয়ে পড়েন। ২০১০ সালে যখন তিনি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী, তখন তিনি বিশ্ববিদ্যায় আয়োজিত ক্যাম্পাস গায়ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, তাহলে আজকের অনুষ্ঠানের প্রথম গান হিসেবে আমি আপনাদের জাং বি ছেনের একটি গান শোনাই, গানের নাম “আমি শুধু আস্তে আস্তে দূরে যাচ্ছি”।  

জাং বি ছেন_fororder_u=4289631513,1479605808&fm=26&gp=0

২০১২ সালে জাং বি ছেন “কে-পপ” সংগীত প্রতিযোগিতায় চীন অঞ্চলে চ্যাম্পিয়ন হন। একই বছর তিনি চীনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ায় গিয়ে সাধারণ ফাইনালে অংশ নেন এবং সর্বাধিক সম্মানিত পুরষ্কার জিতেন। ২০১৩ সালের জুলাই মাসে তিনি দক্ষিণ কোরীয় সঙ্গীতদল “সানি ডেইসের” সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০১৪ সালে চীনের জেচিয়াং টিভির সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতার পর তিনি আনুষ্ঠানিকভাবে চীনের মূল-ভূভাগের শোবিজে প্রবেশ করেন। একই বছর তাঁর গাওয়া গান “এক চুমুর মধ্যে” ২২তম চীনের টপ-১০ সংগীত পুরষ্কার জিতে।  

জাং বি ছেন_fororder_src=http___n.sinaimg.cn_sinakd10116_480_w800h480_20200323_e886-ireifzi0541584&refer=http___n.sinaimg

“তোমার ভালোবাসার যত্নে” জাং বি ছেনের একটি একক গান। গানটি ২০১৮ সালের মে মাসে প্রকাশিত হয়। “সময় এতো সুন্দর, জীবনের প্রত্যেক উষ্ণ স্মৃতি, তোমার ভালোবাসার যত্নে থাকে। পরীক্ষা হোক বা কষ্ট হোক, আমরা কখনও একে অপরকে পরিহার করি নি। কারণ তোমার যত্ন আছে, কঠিন সময়ে উত্সাহ পাই।” আচ্ছা, বন্ধুরা, তাহলে আসুন আমরা জাং বি ছেনের গানে এ ভালোবাসা ও যত্ন উপভোগ করি, কেমন? 

জাং বি ছেন_fororder_src=http___n.sinaimg.cn_front_42_w1024h1418_20180902_ldoI-fzrwica2236781&refer=http___n.sinaimg

“ভবিষ্যতে আমি নিজের সাথে ঘুরিয়া বেড়াই” গানটি চীনের মূল-ভূভাগের তৈরি এক কার্টুন চলচ্চিত্রের শেষ গান। উচ্চমানের দেশীয় অ্যানিমেশনের সমর্থনে জাং বি ছেন গানটি গান। তাহলে বন্ধুরা, যদিও আমি কার্টুন চলচ্চিত্র দেখি নি, তবুও আমি আপনাদের সাথে গানটি শুনতে চাই।

 

জাং বি ছেন_fororder_src=http___e0.ifengimg.com_12_2018_1116_53AACF93BF380312844281581AE0B21652DC28B1_size69_w1080_h720.jpeg&refer=http___e0.ifengimg

“আমি কে তা আমি তাকে বলতে চাই” গানটি জাং বি ছেন প্রেমের চলচ্চিত্র “আবার শুরু করুনের” জন্য গেয়েছিলেন। গানটি দক্ষিণ কোরীয় অধ্যয়নরত ছাত্র চুন হাও ও সরলচিত্ত মেয়ে সিয়াও ইউ’র মধ্যে মিথ্যাকে কেন্দ্র করে গড়ে উঠা ভালোবাসার গল্প। জাং বি ছেনের গানে মিথ্যার উপর গড়ে উঠা ভালোবাসায় মিষ্টতা ও তিক্ততা দু’টোই পরিবেশন করা হয়। তাহলে আমরা এক সাথে সেটা অনুভব করি, কেমন? 

জাং বি ছেন_fororder_src=http___news.youth.cn_jsxw_201612_W020161211555646644344&refer=http___news.youth

“সাগরের নীচে” গানটি জাং বি ছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রকাশ করেন। “নীল রং আমার বুকে প্রবেশ করে, জীবনের ধাঁধা সে মুহুর্তে উজ্জল হয়ে ওঠে। সমুদ্র মনে সহানুভূতি সৃষ্টির পাশাপাশি এর ঢেউ মনকে আরোগ্য করে।”

জাং বি ছেন_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20180227_7fb98fad5c344e7386e10868c955e8c2.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের জাং বি ছেনের অন্য আরেকটি গান শোনাই। গানের নাম “অতিবাহিত”। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। 

 

(প্রেমা/এনাম)