‘চিরদিন সুন্দর’
2021-02-25 18:19:45

‘চিরদিন সুন্দর’_fororder_guo

কুও ফু ছেং, ১৯৬৫ সালের ২৬ অক্টোবর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত কণ্ঠশিল্পী, অভিনেতা ও নৃত্যশিল্পী।

 

উচ্চবিদ্যালয় থেকে পাস করে বাবার সাহায্যে কুও ফু ছেং হংকংয়ের একটি সোনার দোকানে কাজ করা শুরু করেন। ১৯৮৪ সালে একবার নাচের অনুষ্ঠানে কুও ফু ছেং আহত হন। এতে বেশি সময় ছুটি নেওয়ায় কুও ফু ছেং প্রথম চাকরি হারান।

 

১৯৮৪ সালে বন্ধুর সাহায্যে কুও ফু ছেং হংকংয়ের টিভিবি’র নৃত্য প্রশিক্ষণ ক্লাসে যোগ দেন। এরপর তিনি হংকংয়ের মেই ইয়ান ফাংসহ বিভিন্ন বড় ও বিখ্যাত শিল্পীর এমটিভিতে নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করেন।

 

১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে, কুও ফু ছেং-এর প্রথম চীনা ভাষার অ্যালবাম ‘তোমাকে আমার ভালোবাসার শেষ নেই’ প্রকাশিত হয়, এর মাধ্যমে তার সংগীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

 

এখন শুনুন কুও ফু ছেং-এর গান ‘চিরদিন সুন্দর’। গানের কথাগুলো এমন: আমার মনে আছে, এই আলিঙ্গন কত সুন্দর। ভালোবাসা হাজার কেজি ভারী। অসীম রেলপথের চেয়েও ভারি। তুমি আমাকে জাগিয়ে তোলো। চেষ্টা করলে ভালোবাসা পাওয়া যায়। আমি এত ভাগ্যবান, আমি চিরদিন সুন্দর থাকতে চাই, তোমার জন্য সুন্দর থাকতে চাই। আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন কুও ফু ছেং-এর গান ‘নাচের রাজা’। গানের কথাগুলো এমন: আমি নাচের রাজা, নাচতে নাচতে আরো উন্মত্ত হয়ে পড়ি। ঘাম ঝড়ে, ঘাম ঝিকমিক করে। তুমি যদি পারো, তাহলে আমার সঙ্গী হও। আজ রাতে তোমার পা ও হাতকে অনুমোদন দাও, তারাও নাচতে চায়।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন কুও ফু ছেং-এর গান ‘একমাত্র রং’। গানের কথাগুলো এমন: নীল আকাশ আমি বুঝতে পারি না। রাস্তার গাড়ি যেন ব্যস্ত মৌমাছি। এই বিশ্ব চমত্কার হলেও আমার চোখে তা সাদাকালো। অনেক ভালোবাসার নেই, অনেক ঘৃণা নেই। আমার বিশ্ব অনেক শান্ত, কখনই সুন্দর দৃশ্য নেই। আমার কালো, আমার সাদা, সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যত হলো, আমার একমাত্র রং হবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন কুও ফু ছেং-এর গান ‘আমি সাহসী’। গানের কথায় বলা হয়: বিভীষিকাপূর্ণ মুভির মত, কেন তুমি লাইট বন্ধ করো, এত ভয় পছন্দ করো। যখন ভালোবাসা শেষ হয়, তখন মর্মাহত হই। আমরা মন দিয়ে ভালোবেসেছি, আকাশের কোন দরজা তোমার জন্য খুলে রাখবে।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুও ফু ছেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)