বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম মন্ট ব্ল্যাংক (Mont Blanc) আরোহণ করা। এর চীনা ভাষা হল ‘登勃朗峰’।প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখক মার্ক টোয়েনের রচিত একটি প্রবন্ধ। জীবদ্দশায় তিনি ছোট গল্প, নাটকসহ বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখেছেন। তাঁকে যুক্তরাষ্ট্রের Critical Realistic Literatureর প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তার রচনায় খুব হাস্যকর ভাষায় তত্কালীন কপট রাজনীতি, সমাজের অযৌক্তিক বিষয় ও মানুষের চরিত্রের কদর্যতার সমালোচনা করা হয়েছে এবং সাধারণ মানুষের জীবনকে গুরুত্ব দেওয়া ও ন্যায়-বিচার প্রচারের মনোভাব প্রকাশ করা হয়েছে। তার জটিল বাস্তবসম্মত সাহিত্যগুলো বিশ্ব সাহিত্য উন্নয়নে বড় প্রভাব ফেলেছে।
মার্ক টোয়েন ছিলেন ভ্রমণপিয়াসু লেখক। তিনি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার নানা দেশ ভ্রমণ করেছেন। সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতার জন্য মার্ক টোয়েনের ভ্রমণকাহিনীও অনেক উন্নত। আজকের এই পাঠ হল তার অন্যতম ভ্রমণকাহিনী। এতে বন্ধুকে নিয়ে মার্ক টোয়েনের ইউরোপের সবচেয়ে উঁচু পাহার মন্ট ব্ল্যাংক আরোহণ করার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এতে তিনি কল্পনাশক্তি দিয়ে মন্ট ব্ল্যাংকের সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন এবং পাহারে আরোহণের পথে স্থানীয় মানুষ ও তাদের রীতিনীতি তুলে ধরেছেন। পাঠটি পড়ে মন্ট ব্ল্যাংক এবং মার্ক টোয়েনের লেখার মাধ্যমে তার আকর্ষণীয় দৃশ্য অনুভব করা যায়।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
登山 dēng shān পাহাড়ে ওঠা/ পাহারে আরোহণ করা 山峰 shān fēng পাহারের শিখর 山脚 shān jiǎo পাহাড় পাদদেশ
沿路 yán lù রাস্তা বরাবর/ রাস্তার দু’পাশ 沿路的风景 yán lù de jǐng রাস্তা বরাবরের দৃশ্য 你沿路看到了什么?nǐyán lù kàn dào le shěn me? রাস্তার দু’পাশে তুমি কি কি দেখেছো?
出发 chū fā রওনা করা 出发时间chū fā shí jiān রওনার সময় 我们是什么时候出发?
আমরা কখন রওনা দেবো? wǒ mén shěn me shí hou chū fā?
到达 dào dá পৌঁছানো
到达机场dào dá jī chǎng বিমানবন্দরে পৌঁছানো
到达山脚 dào dá shān jiǎo পাহাড়ের পাদদেশে পৌঁছানো 到达目的地 dào dámù dì dì গন্তবস্থলে পৌঁছানো