ফেব্রুয়ারি ২৩: চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সবের ছুটির পর গত সোমবার, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে, ‘সংলাপ ও সহযোগিতার মাধ্যমে মতভেদ নিয়ন্ত্রণে রাখা: চীন-মার্কিন সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনা’ শীর্ষক একটি ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের আয়োজনকে অনেকে দেখছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনের আন্তরিকতার প্রতিফলন হিসেবে। চীন-মার্কিন সম্পর্ক কেন মন্দাবন্থা দেখা দিয়েছে? কিভাবে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়? শুনুন আজকের টপিক অনুষ্ঠান।