আন্তর্জাতিক মুদ্রা হিসেবে আরএমবির অবস্থানের অব্যাহত উন্নতি
2021-02-22 16:13:08

ফেব্রুয়ারি ২২: সম্প্রতি সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) প্রকাশিত উপাত্ত মতে, চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী মুদ্রার পেমেন্ট তালিকায় চীনা মুদ্রা আরএমবির বৈশ্বিক পেমেন্ট হিস্যা অনেক উন্নত হয়ে পঞ্চম স্থানে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, এতে প্রতিফলিত হয় যে, আরএমবির বৈশ্বিক ব্যবহারে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। 

সুইফটের সবচেয়ে নতুন তথ্য অনুসারে, আরএমবির বিশ্বব্যাপী পেমেন্ট হিস্যা গত বছরের ডিসেম্বরের ১.৮৮শতাংশ থেকে উন্নত হয়ে এ বছরের জানুয়ারিতে ২.৪২শতাংশে পৌঁছায়। অর্থের পরিমাণে এ বছরের জানুয়ারিতে আরএমবির পেমেন্ট পরিমাণ গত বছরের ফেব্রুয়ারির চেয়ে ২১.৩৪শতাংশ বেড়েছে। 

পাশাপাশি, জানুয়ারিতে মৌলিক মুদ্রাসমূহের পেমেন্ট পরিমাণের তালিকায় আরএমবি পঞ্চম স্থানে প্রবেশ করেছে। তার চেয়ে এগিয়ে রয়েছে যথাক্রমে মার্কিন ডলার, ইউরো, বৃটিশ পাউন্ড এবং জাপানের ইয়েন।

চীনের মিনশেং ব্যাংকের প্রধান গবেষক ওয়েন পিং মনে করেন, সম্প্রতি আরএমবির আন্তর্জাতিক পেমেন্ট হিস্যা দারুনভাবে উন্নত হচ্ছে। তার কারণ হচ্ছে, গত বছরে চীনের বিদেশি বানিজ্যের পরিস্থিতি সুষ্ঠু থাকা এবং আরএমবির মূল্যের স্থিতিশীলতা। 

তিনি বলেন,  “বিগত বছরে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিস্থিতি অব্যাহতভাবে সুষ্ঠু অবস্থায় আছে। আমাদের পণ্য বাণিজ্যের পরিমাণ এবং বৈশ্বিক বাজারে তার হিস্যা একটি ঐতিহাসিক নজীর সৃষ্টি করেছে। এতে আরএমবির প্রতি আন্তর্জাতিক সমাজের চাহিদা উন্নত হয়। তা ছাড়া, বিগত বছর থেকে আরএমবির মূল্য স্থিতিশীলতা বজায় রাখে। এতে আরএমবির উপর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার হয়েছে। ”

তিনি জানান, আরএমবির আন্তর্জাতিক পেমেন্টের হিস্যা বৃদ্ধি পাচ্ছে। এতে আরএমবির বিশ্বায়নের উন্নয়নের পাশাপাশি চীনা অর্থনীতির উন্নয়নের সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব বৃদ্ধি পাচ্ছে। 

চীনের চতুর্থ পাঁচসালা পরিকল্পনায় আগামি ৫ বছরে স্থিতিশীল ও সতর্কতার সহিত আরএমবির বিশ্বায়নকে এগিয়ে নেওয়ার প্রস্তাব রয়েছে। ওয়েন পিং বলেন, আরএমবির বিশ্বায়ন হবে একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। অল্প সময়ের মধ্যে তা সম্পন্ন করা যাবে না। তবে, ভবিষ্যতে আরএমবির বিশ্বায়নের দারুন সম্ভাবনা ও সুযোগ রয়েছে।

তিনি বলেন,  “দ্রুত গতিতে চীনের অর্থনীতি উন্নত হচ্ছে। তার দারুণ উন্নয়নের সম্ভবনা ও সুযোগ রয়েছে। আমাদের আরএমবির মূল্য এবং স্থিতিশীলতা বজায় রেখে আসছে। তার মানে আন্তর্জাতিক সমাজের ইতিবাচক মনোভাব রয়েছে আরএমবির প্রতি। এতে আরএমবির আন্তর্জাতিকীকরণ এগিয়ে যাবে। চীনের আর্থিক বাজারসহ নানা খাত আরও উন্মুক্ত হবে। ভবিষ্যতে আরএমবির আন্তর্জাতিক প্রভাব পর্যায়ক্রমে উন্নত হতে থাকবে।” 

ফেব্রুয়ারি ২২ , ২০২২
চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ