বন্ধুরা, হ্যেপেই ও হ্যেলুচিয়াং প্রদেশের গণপ্রতিনিধি সম্মেলন ও রাজনৈতিক পরামর্শ প্রতিনিধি সম্মেলন (দুই অধিবেশন) আয়োজিত হওয়ার পর, চীনের ৩১টি প্রদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রকাশিত হয়েছে।
অধিকাংশ প্রদেশের ২০২১ সালের নির্দিষ্ট জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছে ৬ শতাংশেরও বেশি। এর মধ্যে হুপেই ও হাইনান প্রদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ১০ শতাংশের বেশি, যা চীনের সর্বোচ্চ। উল্লেখ্য, ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে ছিল তিব্বত, কুইচৌ ও ইউননান।
২০২০ সালে হুপেই প্রদেশের অর্থনীতি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে, গত বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে কোভিড-১৯ মহামারীর কারণে প্রদেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়ে। চলতি বছর প্রদেশটি সার্বিকভাবে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা কবরে। গত বছর এ প্রদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল নিম্ন, সেজন্য এ বছরের প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ১০ শতাংশ।
এদিকে, চীনের অধিকাংশ প্রাদেশিক অঞ্চলের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বেড়েছে। আর চীনা অর্থনীতির উন্নয়নের মৌলিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা (আইএমএফ) গত জানুয়ারি প্রকাশিত ‘বিশ্বের অর্থনীতি দৃষ্টিপাত প্রতিবেদন’-এ বলেছে, ২০২১ সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫.৫ শতাংশ এবং চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৮.১ শতাংশ। আইএমএফ’র কয়েকজন কর্মকর্তা মনে করেন, চীন সরকার কার্যকরভাবে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণ করেছে এবং প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা ও মুদ্রানীতি গ্রহণ করেছে। এটি হলো চীনা অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের প্রধান কারণ।
আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাত বলেছেন, ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে চীন প্রাক-মহামারী স্তরে পুনরুদ্ধারপ্রাপ্ত প্রথম প্রধান অর্থনীতিতে পরিণত হয়। মহামারীর মধ্যেও চীনের রপ্তানির পরিমাণ বেড়েছে। তিনি আরও বলেন, চীনা অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে, এর প্রতিবেশী দেশসমূহ ও বাণিজ্যিক অংশীদারদের ওপর এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।
চীনা অর্থনীতির অব্যাহত উন্নয়নের ভিত্তি ও শর্ত আছে। চীনের সমৃদ্ধ শ্রমসম্পদ ও মূলধন এবং সম্পূর্ণ শিল্পব্যবস্থা ও শক্তিশালী উত্পাদনশক্তি আছে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নব্যতাপ্রবর্তনের সামর্থ্য স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। এ অবস্থায়, ২০২১ সালে চীনা অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রবণতার পরিবর্তন ঘটবে না বলেই বিশেষজ্ঞরা মনে করেন। (ছাই/আলিম/স্বর্ণা)