হপ্তানামা: এবারের নববর্ষ চীনাদের অভিন্ন সমৃদ্ধির পথে নতুন সূচনা
2021-02-19 21:18:28

 

গত ১১ ফেব্রুয়ারি চীনা চান্দ্রপঞ্জিকার শেষ মাসের শেষ দিনের সকালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনালাপ করেন।

ফোনালাপে তাঁরা চীনা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময়ও করেন দু’নেতা।

এ সময় প্রেসিডেন্ট সি বলেন, গেল পঞ্চাশ বছরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল চীন-মার্কিন সম্পর্ক প্রতিষ্ঠা ও উন্নয়ন। নানান প্রতিকূলতার মাঝেও দু’দেশের সম্পর্ক সামনের দিকেই এগিয়ে গেছে এবং দু’দেশের সহযোগিতা অনেক ক্ষেত্রেই ফলপ্রসূ প্রমাণিত হয়েছে।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, বর্তমানে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। দু’দেশের উচিত যৌথভাবে প্রচেষ্টা চালানো এবং পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো।

গত ১৩ ফেব্রুয়ারি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে  বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন ইথিওপিয়ার প্রেসিডেন্ট  সাহলে -ওয়ার্ক জেভেদ। চীনের ষাঁড় বছর উপলক্ষে তিনি ইথিওপিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে চীনা প্রেসিডেন্ট, সরকার ও জনগণকে অভিনন্দন জানান। গত বছর ইথিওপিয়া চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করেছে। বর্তমানে দু’দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা মজবুত হয়েছে।

২. এবারের নববর্ষ চীনাদের অভিন্ন সমৃদ্ধির পথে নতুন সূচনা

হপ্তানামা: এবারের নববর্ষ চীনাদের অভিন্ন সমৃদ্ধির পথে নতুন সূচনা_fororder_25d4684ba5b7eb5f068a09dadbc22114

গত ১২ জানুয়ারি চীনা নববর্ষ উপলক্ষে অনেক দেশের শীর্ষ নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ বিভিন্ন মাধ্যমে চীনা সরকার ও চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট তাঁর অভিনন্দনবাণীতে বলেন, চীনা সংস্কৃতিতে ষাঁড় হচ্ছে সাহস, সততা ও নিরলস প্রচেষ্টার প্রতীক। এই গুণ জাতিসংঘের সংশ্লিষ্ট কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনা ষাঁড় বর্ষ সবার জন্য কল্যাণ ও স্বাস্থ্য বয়ে আনুক।

 

জাপানের প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, জাপান ও চীনের সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন কেবল দু’দেশের জন্য নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

ফিলিপিন্সের প্রেসিডেন্ট তাঁর বাণীতে বলেন, চীন ও ফিলিপিন্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীরতর হবে এবং দু’দেশের জনগণের মৈত্রী আরও মজবুত হবে বলে তিনি আশাবাদী।

শ্রী লংকান প্রধানমন্ত্রী এক ভিডিওবার্তায় সকল চীনাকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শ্রীলংকা ও  চীনের মৈত্রী সুদীর্ঘকালের। কোভিড-১৯ মহামারী ঠেকাতে দু’দেশ একযোগে কাজ করেছে এবং এতে দু’দেশের মৈত্রী আরও মজবুত হয়েছে।

 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে শুভেচ্ছা জানিয়েছেন। বাখ বলেন, “বসন্ত উত্সব উপলক্ষে আমি আপনার ও চীনা মানুষের স্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি। ষাঁড় বর্ষ অলিম্পিক গেমসের জন্য গুরুত্বপূর্ণ এক বছর। বেইজিং শীত্কালী অলিম্পিক গেমস আয়োজনে প্রস্তুত রয়েছে চীন।

 

জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভ্যালোভায়া বলেন, অনলাইনে চীনা বসন্ত উত্সব পালন করতে পেরে তিনি খুব খুশি। তিনি নতুন বছরে চীনা মানুষের স্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, “২০২০ সাল থেকে আমরা শিখেছি যে, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। চলতি বছর খুবই গুরুত্বপূর্ণ। ২০২১ সাল চীনা চন্দ্র পঞ্জিকা অনুসারে  ষাঁড় বর্ষ। ষাঁড় একটি শক্তিশালি ও প্রাণবন্ত পশু। আমি আন্তরিকভাবে আশা করি, প্রত্যেকে ষাঁড় বর্ষে সুখি, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ জীবন কাটাবেন।”

 

বিশ্ব মেধাসত্ব সংস্থার মহাপরিচালক ড্যারিন ট্যাং সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন। তিনি বলেন, “আশা করা যায়, সবার সঙ্গে সহযোগিতা করে অভিন্ন স্বার্থ বাস্তবায়ন করতে পারব আমরা। এবং আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনযাপন উন্নত করতে পারব।”

 

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ানের মহাসচিব চাও হো লিন প্রত্যেকের জন্য সুখি পরিবার ও কাজের সফলতা কামনা করেন।

 

তিনি বলেন, “আমি সবাইকে জানাই সর্বোচ্চ আন্তরিক শুভেচ্ছা। আশা করি, সবাই ভাল, সমৃদ্ধ ও সুখে থাকবেন। আপনি ও আপনার আত্নীয়দের জীবন ও কাজে সফলতা অর্জন করতে পারবেন।”

 

গ্রীসের পর্যটনমন্ত্রী ষাড় বছরে তাঁর প্রত্যাশা প্রকাশ করে বলেন, “আমি আশা করি, নতুন বছর সবাইকে সমৃদ্ধি ও সুখি জীবন উপহার দেবে। ২০২১ চীন ও গ্রীসের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। কারণ এ বছর চীন-গ্রীস সংস্কৃতি ও পর্যটন বর্ষ পালিত হবে। অনেক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসবের মাধ্যমে মহান দুটি সভ্যতা সহশ্রাধিক বছরের ঐতিহ্য ভাগাভাগি করবে।

 

চীন-রাশিয়া মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিউনিটির রুশ চেয়ারম্যান বরিস টিতোভ চীনা মানুষদেরকে জানিয়েছেন বসন্ত উত্সবের শুভেচ্ছা।

 

তিনি বলেন, “সুপ্রিয় বন্ধুরা, আমি চীন-রাশিয়া মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিউনিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে সবাইকে জানাচ্ছি বসন্ত উত্সবের শুভেচ্ছা। শুভ নববর্ষ। সবার সবকিছু ভাল হোক।”

 

এশিয়া-রুশ শিল্পপতি ইউনিয়নের চেয়ারম্যান ভিটালি ম্যানকিভিচ বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরে সবাই নতুন সফলতা অর্জন করতে পারবে বলে তিনি কামনা করেন।

 

তিনি বলেন, “আশা করি, প্রতিটি পরিবার সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে। সবাইকে জানাই বসন্ত উত্সবের শুভেচ্ছা এবং নতুন বছরে চীন আরও সমৃদ্ধ হোক, নতুন সফলতা অর্জন করুক। শুভ নববর্ষ।”