থিয়ানওয়েন-এক মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করা শুরু করেছে
2021-02-11 19:24:09

থিয়ানওয়েন-এক মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করা শুরু করেছে_fororder_e1fe9925bc315c60091d79e2bd5bcc1b48547720

ফেব্রুয়ারি ১১: বেইজিং সময় গতকাল (বুধবার) রাতে চীনের প্রথম মঙ্গল অনুসন্ধান যান থিয়ানওয়েন-১ মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করা শুরু করে।

বেইজিং সময় বুধবার রাত ৭টা ৫২ মিনিটে চীনের প্রথম মঙ্গল অনুসন্ধান যান থিয়ানওয়েন-১ নির্ধারিত সময়ে মঙ্গলের প্রায় ৪০০ কিলোমিটার দূরত্বে পৌঁছায়। এরপর যানটি মঙ্গলকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে। মঙ্গলযানটি মঙ্গলকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে নির্দিষ্ট সময়ে মঙ্গলের মাটিতে অবতরণ করবে এবং একটি রোভার মঙ্গলপৃষ্ঠে চলাফেরা করে তথ্য-উপাত্ত সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে। চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার পঞ্চম একাডেমির থিয়ানওয়েন-১ মঙ্গল অনুসন্ধান যানের নিশ্চয়তা ম্যানেজার রাও ওয়েই বলেন, ‘দীর্ঘ দূরত্বের কারণে টেলিমেট্রি স্পষ্ট না। আমাদের বর্তমান প্রতি সেকেন্ডে ৩২ বাইটের টেলিমেট্রি থেকে জানা গেছে, মঙ্গলযান যথাযথভাবে কাজ করছে।’

মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশের পর থিয়ানওয়েন-১-এর মাঝারি-রেজোলিউশন ক্যামেরা, উচ্চ-রেজোলিউশন ক্যামেরা, চৌম্বকীয় পদার্থ, খনিজ বর্ণালী বিশ্লেষক, আয়ন ও নিরপেক্ষ কণা সনাক্তকরণ এবং শক্তিকণা সনাক্তকারী বিভিন্ন যন্ত্র কাজ করা শুরু করে। চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার অষ্টম একাডেমির থিয়ানওয়েন-এক সম্পর্কিত উপপরিচালক চাং ইউ হুয়া বলেন, সফলভাবে এবারের মিশন সমাপ্ত হলে, তা হবে মঙ্গলে পরবর্তী গবেষণার ভিত্তি। তিনি আরও বলেন,

থিয়ানওয়েন-এক মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করা শুরু করেছে_fororder_a686c9177f3e67092832dbd7112d9835f9dc55de

“এবারের মিশন সফল হলে মঙ্গল গ্রহে আরও অভিযান চালানো হবে। বর্তমান অনুসন্ধানযানটি মঙ্গলে বহুমুখী অনুসন্ধানকাজ চালাবে।’

গত বছরের ২৩ জুলাই থিয়ানওয়েন-১ সফলভাবে উত্ক্ষেপিত হয়। এ পর্যন্ত থিয়ানওয়েন-১ মোট ২০২ দিন উড়েছে এবং মোট অতিক্রম করেছে প্রায় ৪৭.৫ কোটি কিলোমিটার পথ। এখন সেটি পৃথিবী থেকে ১৯.২ কোটি কিলোমিটার দূরে আছে।  থিয়ানওয়েন-১-এর বিভিন্ন যন্ত্রাংশ ভালোভাবে কাজ করছে। এ সম্পর্কে চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার ডেপুটি ম্যানেজার ইয়াং বাও হুয়া বলেন,

“এ মিশনটি  মঙ্গল অনুসন্ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

থিয়ানওয়েন-এক মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করা শুরু করেছে_fororder_5ab5c9ea15ce36d3290a9fbb17193d8fe850b125

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল অনুসন্ধান যান ‘হোপ’ মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে গ্রহটিকে প্রদক্ষিণ করা শুরু করে। এর ২৪ ঘন্টারও কম সময় পর চীনের থিয়ানওয়েন-১-ও মঙ্গলকে প্রদক্ষিণ করা শুরু করে। এ সম্পর্কে চাং ইউ হুয়া বলেন, চীন ও সংযুক্ত আরব আমিরাতের দুটি অনুসন্ধানযান মঙ্গলকে কেন্দ্র করে ঘুরছে। তবে, দুটি যানের লক্ষ্য ভিন্ন।

জানা গেছে, চীনের মঙ্গলযান নির্ধারিত দায়িত্ব পালনশেষে আগামী মে বা জুন মাসে মঙ্গলে অবতরণ করবে। এ সম্পর্কে চীনের মহাকাশ প্রযুক্তি গবেষণা একাডেমির প্রযুক্তি উপদেষ্টা ও চীনা বিজ্ঞান একাডেমির শিক্ষাবিদ ইয়ে ফেই জিয়ান বলেন,

“মিশনের পরবর্তী লক্ষ্য মঙ্গলের মাটিতে অবতরণ ও রোভারর মঙ্গলের মাটিতে চলাচল। আমরা জানি, বর্তমান বিশ্বে মোট তিনটি দেশ মঙ্গল অনুসন্ধানের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও চীন। যুক্তরাষ্ট্র মঙ্গলে যান অবতরণ করিয়েছে আগেই। এখন যদি আমাদের মঙ্গলযান মঙ্গলে অবতরণ করে রোভারের চলাচলের লক্ষ্য বাস্তবায়ন করতে পারে, তবে এ খাতে আমরা অনেকটা এগিয়ে যাবো।” (ছাই/আলিম/ওয়াং হাইমান)