ফেব্রুয়ারি ১১: আজ (বৃহস্পতিবার) চীনা নববর্ষ বসন্ত উত্সবের আগের দিনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জোন বাইডেন ফোনে আলোচনা করেছেন। দু’নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মত বিনিময় করেন।
এটি হলো মার্কিন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দু’দেশের নেতাদের প্রথম সরাসরি সংলাপ। দু’নেতা মনে করেন, আজকের সংলাপ বিশ্বের জন্য ইতিবাচক। দু’নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ন্ত্রণ ও উন্নয়নের রাজনৈতিক ইচ্ছা প্রকাশ করেছেন।
চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণভাবে যোগাযোগ ও সহযোগিতা করতে বরাবরই আগ্রহী। পাশাপাশি, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষার ব্যাপারেও চীন সংকল্পবদ্ধ। চীনের কেন্দ্রীয় স্বার্থের সম্মান করা হলো দু’দেশের সম্পর্ক উন্নয়নের পূর্বশর্ত ও ভিত্তি।
বস্তুত, এবারের চীন-মার্কিন সংলাপের চেতনা বাস্তবায়ন দু’দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ ও আন্তর্জাতিক সমাজের অভিন্ন প্রত্যাশ্যাও বটে। (ছাই/আলিম)