ছুসি’র দিনে চীনের বিভিন্ন স্থানে কী কী রীতিনীতি রয়েছে?
2021-02-11 16:49:37

খ্রীষ্টানদের বড় দিনের মতো বসন্ত উত্সব চীনাদের জন্য বছরের সবচেয়ে বড় উত্সব। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বসন্ত উত্সবের বিষয়বস্তুর কিছু পরিবর্তন হয়েছে, নাগরিকদের বসন্ত উত্সব পালনের কায়দারও কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু চীনা নাগরিকদের জীবনে ও চিন্তাভাবনায় বসন্ত উত্সবের অবস্থানের এখনো পরিবর্তন হয়নি। বসন্ত উত্সবের আগের দিন অর্থাত্ চীনের চান্দ্রবর্ষের শেষ মাসের শেষ দিন হচ্ছে ছুসি । চীনা ভাষায় ছুর অর্থ বিদায় করা, সির অর্থ রাত; তাই ছুসির অর্থ শেষ রাতকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো। ছুসি’র দিনে চীনের বিভিন্ন স্থানে কি কি রীতিনীতি রয়েছে? চীনারা কীভাবে ছুসি’র দিন কাঁটাবেন? ‘আজকের টপিক’ আসরে আমরা এই বিষয়ে আলোচনা করবো।

এ বছর কোভিড-১৯ মহামারী ঠেকাতে চীনের বিভিন্ন স্থানে বৈজ্ঞানিক ব্যবস্থা কার্যকরভাবে কাজে লাগানো হচ্ছে। যেমন, এবারের বসন্ত উত্সব উপলক্ষ্যে ‘যেখানে থাকেন ,সেখানে বসন্ত উত্সব কাঁটানো’-র আহবান জানিয়েছে সরকার। চীনারা সরকারের এই আহ্বান মেনে নিজের থাকার শহরে বসন্ত উত্সবে কাঁটাচ্ছেন। মহামারীর ঠেকাতে এই কার্যকর প্রতিরোধক ব্যবস্থার ফলে এই যুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ে চীন জয়ী হবে বলে আশা করা যায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)