ইয়ু ওয়েন ওয়েন
2021-02-10 16:43:20

ইয়ু ওয়েন ওয়েন_fororder_yuwenwen

ইয়ু ওয়েন ওয়েন, ১৯৮৯ সালের ৭ নভেম্বর চীনের লিয়াও নিং প্রদেশের তা লিয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন নারী কন্ঠশিল্পী এবং অভিনেত্রী।

 

২০১৪ সালের জুন মাসে প্রেমভিত্তিক টিভি সিরিয়াল ‘অর্ধেক গ্রীষ্মকাল’-এ অভিনয় করার মাধ্যমে তিনি সবার নজর কাড়েন। নভেম্বর মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘যুদ্ধের সংকল্প’ প্রকাশ করে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে পা রাখেন।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ওয়েন ওয়েনের গান ‘আবারও দেখা করি’। গানের কথা এমন: স্মৃতিতে, গল্প শেষ হয়নি, মাঝে মাঝে মনে পড়ে, তবে উপায় নেই। সময় নেই, সবকিছু বুঝিয়ে দেই। টেলিফোনে, দু’জনের কন্ঠ, আনন্দ থেকে চুপচাপ হয়ে যাওয়া। আবাও দেখা করি, স্মৃতি অনেক দূরে চলে যায়।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ওয়েন ওয়েনের কন্ঠে আরেকটি গান, গানের নাম ‘এক রাতে বড় হয়েছি’। গানের কথা এমন: ওই তীরে পৌঁছাতে পারি না, তবে পাখার চেষ্টা থাকে। আমি উত্তর খুঁজতে চাই, তবে অশ্রু বাতাসে ওড়ে। আমরা একই, ভ্রমণে যেতে চাই। সবকিছু ছেড়ে দেই, এক রাতের মধ্যে বড় হয়েছি।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ওয়েন ওয়েনের গান ‘বর্তমানকে চুরি করা যায় না’। গানের কথায় বলা হয়েছে: গল্পে বেশি কথা লাগে না, বিচ্ছেদে অর্থ না। তুমি কি দূরের ভবিষ্যতে? আমি কি তোমার অন্য রকমের অস্তিত্ব? তুমি আমার সঙ্গে এই স্টেশনে, তোমার হাসি আমার উত্তর। তোমার সঙ্গে এতো অল্প সময় থাকি! চোখ বন্ধ করলেই তুমি আমার সামনে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ওয়েন ওয়েনের গান ‘মর্যাদাকর’। গানের কথা এমন:  স্মৃতির কথা বলো না। এতো বছর ভালোবাসার পর কেন সুন্দর স্মৃতিকে নষ্ট করো? যেন অভিনেতা, এখন নাটক শেষ হওয়ার কথা। আমি তোমাকে ভালোবেসেছি, আমার পরিতাপ নেই। আমি গল্পের শেষ অংশকে সম্মান করি। ভালোবাসা শেষ হলেও, মর্যাদাকর হতে হয়। কারুরই দুঃখের কথা বলার দরকার নেই। চলে যাওয়াও মর্যাদাকর হতে পারে। এতো বছর আমি তোমাকে এতো গভীরভাবে ভালোবেসেছি। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ওয়েন ওয়েনের গান ‘অতীত’। গানের কথা এমন:  মনে আছে, আমি জিজ্ঞেস করেছিলাম, ভবিষ্যতের তুমি আর আমি, প্রতিশ্রুতি, তুমি কখনই দাওনি। ভবিষ্যতের জীবন, আর জিজ্ঞাসার দরকার নেই। অতীতের কথা আর বলো না, আমাদের ভালোবাসাও অতীতের কথা।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ু ওয়েন ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)