চলতি বছর হল চীনের ঐতিহ্যবাহী ‘ষাঁড় বর্ষ’। তবে, কোভিড-১৯ মহামারি অনেকের বসন্ত উৎসব উদযাপনের পরিকল্পনায় পরিবর্তন এনেছে। সরকার এ বছর ‘যে যেখানে আছেন, সেখানেই উৎসব পালনের’ আহ্বান জানিয়েছে, যাতে লোকজনের যাতায়াত কম হয় এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানো যায়। অনেকেই এ ব্যাপারটি উপলব্ধি করে সরকারের আহ্বানে সাড়া দিয়েছেন। তাই এবার অনেক মানুষ বসন্ত উৎসব উদযাপনের জন্য জন্মস্থানে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছর ‘আত্মীয়দের পার্সেল’ হল বাইরে থাকা ছেলেমেয়ে এবং জন্মস্থানের আত্মীয়স্বজনের সঙ্গে ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময়ের শ্রেষ্ঠ মাধ্যম।