বসন্ত উত্সবের গান
2021-02-10 14:01:40

আগামী কাল বৃহস্পতিবার চীনের চন্দ্র পঞ্জিকা অনুসারে নববর্ষ। একে চীনে বসন্ত উত্সব নামে উদযাপন করা হয়। আমাদের পুরনো বন্ধু বা অনেক বন্ধুরা হয়তো জানেন যে, বসন্ত উত্সব চীনের চারটি ঐতিহ্যবাহী উত্সবগুলোর অন্যতম। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানে আমি আপনাদের শোনাব বসন্ত উত্সব সংক্রান্ত গান বা বসন্ত উত্সব চলাকালে চীনা মানুষের পছন্দের গানগুলি। বেশি কথা না বলি, এখনই আমি আপনাদের শোনাচ্ছি একটি গান, গানের নাম ‘৩৬৫টি কামনা’। 

বসন্ত উত্সবের গান_fororder_src=http___img.mp.itc.cn_upload_20170503_8b7c7ae38f8d4a288ac5965f15a0cb57_th&refer=http___img.mp.itc

বছরে ৩৬৫টি সূর্যোদয় আছে। আমি আপনার জন্য ৩৬৫টি কামনা করি। ঘড়ির কাটা দিনে ১ হাজার ৪৪০বার ঘুরে। আমার হৃদয়ে প্রতিদিন ১ হাজার ৪৪০টিরও বেশি অনুভূতি আছে। প্রতিদিনই আপনার সুখের কামনা করি।

 

প্রিয় বন্ধুরা, এটা নতুন বছরে আপনাদের প্রতি আমার কামনা ও শুভেচ্ছা। এখন আমি আপনাদের অন্য একটি গান শোনাই, গানের নাম ‘আপনার সমৃদ্ধির কামনা করছি’। চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিখ্যাত সেলিব্রিটি অ্যান্ডি লাউ গানটি গেয়েছেন। প্রায় প্রতি বছরের বসন্ত উত্সব চলাকালে চীনের অনেক সুপারমার্কেটে গানটি বাজায়। তাহলে অ্যান্ডি লাউ’র কণ্ঠস্বরে আমরা এক দিন আগে বসন্ত উত্সবের আনন্দ উপভোগ করি, কেমন? 

বসন্ত উত্সবের গান_fororder_src=http___n.sinaimg.cn_sinacn_w400h409_20180201_42f1-fyrcsrw6739005&refer=http___n.sinaimg

‘শুভ চীনা নববর্ষ’ সঙ্গীত দল ‘চীনা পুতুল’ গাওয়া একটি গান। ‘চীনা পুতুল’ নাম হলেও দু’জনই থ্যাই মেয়ে। কিন্তু তাঁরা চীনা ভাষায় গানটি গান। খুব মজার ব্যাপার, তাইনা? আচ্ছা, তাহলে গানটি শুনি। 

বসন্ত উত্সবের গান_fororder_src=http___d.ifengimg.com_q100_img1.ugc.ifeng.com_newugc_20201227_18_wemedia_53220b72dcf7a47f5abeba7b2deb9e152b134438_size393_w1620_h1080&refer=http___d.ifengimg

‘সজ্জিত’ ২০১৩ সালে প্রকাশিত একটি গান। গানটি খুব  উল্লসিত, হাল্কা, শিথিল ও আনন্দদায়ক। ওয়াং এর নি এবং লিউ ছিয়াংছিয়াং দু’জন গানটি গান। তাহলে তাঁদের কণ্ঠে আমরা নববর্ষের আনন্দদায়ক পরিবেশ উপভোগ করি।

বসন্ত উত্সবের গান_fororder_src=http___imge.kugou.com_stdmusic_20190610_20190610004202152218&refer=http___imge.kugou

বসন্ত উত্সব বা চীনের ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে চীনা মানুষ যেখানে কাজ-কর্ম করেন, এই সময় নিজের জন্মস্থানে গিয়ে পরিবারের বাবা-মা ও আত্মীয়স্বজনের সঙ্গে মিলিত হন। আমরা সব সময় বলি, আপনার বেশি টাকা বা কম টাকা হোক, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সবে জন্মস্থানে ফিরে গিয়ে বসন্ত উত্সব কাটাতে হবে।

 

বন্ধুরা, আমি এখন আপনাদের ‘টাকা বেশি বা কম হোক, জন্মস্থানে নববর্ষ কাটুক’ নামের গান শোনাচ্ছি, কেমন? 

বসন্ত উত্সবের গান_fororder_src=http___pic.baike.soso.com_p_20090105_20090105120000-105425&refer=http___pic.baike.soso

‘তুমি সবচেয়ে জনপ্রিয়’ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সঙ্গীত দল ‘যমজে’র গাওয়া একটি গান। সাধারণত বসন্ত উত্সব বা নতুন বছর চীনা মানুষ লাল রংয়ের পোশাক পরে। কারণ লাল রং সুভাগ্যের প্রতীক। আমরা যখন একজনকে জনপ্রিয় বর্ণনা করি, চীনা ভাষায় তখন ‘হোং’ বলি। বাংলায় সে শব্দ হল ‘লাল’। আচ্ছা, এখন গানটি শুনি। 

বসন্ত উত্সবের গান_fororder_u=4168598610,1659618080&fm=26&gp=0

প্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের একটি গান শোনাই। গানের নাম ‘অবিস্মরণীয় রাত’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। 

বসন্ত উত্সবের গান_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20190628_064afe8549a74154a9c3ab3a88e85394.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

(প্রেমা/এনাম)