চাং চুন
2021-02-10 16:38:06

চাং চুন_fororder_zhengjun

চাং চুন, ১৯৬৭ সালের ৬ নভেম্বর চীনের শআনসি প্রদেশের সি আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের রক সঙ্গীত মহলের একজন পুরুষ কন্ঠশিল্পী। তিনি এখন বেইজিংয়ে বসবাস করছেন। পানশালা পরিচালনার পাশাপাশি তিনি সঙ্গীত ব্যান্ড নিয়ে গানও করেন।  

 

১৯৯৪ সালে চেং চুন-এর প্রথম অ্যালবাম ‘নগ্ন’ প্রকাশিত হয়। এরপর তিনি যথাক্রমে ‘তৃতীয় চোখ’, ‘ফোটা’, ‘আমাদের জীবনে সূর্যের আলো আছে’ ‘ছাং আন, ছাং আন’ সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন চেং চুনের গান ‘সিন্ডেরেলা’। গানের কথা এমন: কেন তোমাকে এতো পছন্দ করি, আমি নিজেকে জিজ্ঞেস করি। আমি সবকিছু ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে বিদায় দিতে পারি না। তুমি সুন্দর না, তবে তুমি এতো কিউট! আহা, সিন্ডেরেলা, আমার সিন্ডেরেলা! তুমি এতো সুন্দর, আমি বিশ্বাসও করতে পারি না!

 এখন শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চেং চুনের গান ‘লাসায় ফিরে আসি’। গানের কথা এমন: লাসায় ফিরে আসি, পোতালায় ফিরে আসি। ব্রহ্মপুত্র নদীতে আমার হৃদয়কে পরিস্কার করি। তুষারমৌলি পাহাড়ে আত্মাকে জাগিয়ে তুলি। তোমার বেশি চিন্তার দরকার নেই, সে তোমাকে নিজেকে খোঁজার পদ্ধতি শেখাবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চেং চুনের কন্ঠে একটি সুন্দর গান, গানের নাম ‘উল্কা’। গানে বলা হয়েছে: আমি জানতে চাই, উল্কা কতোটুকু উড়তে পারে। তার সৌন্দর্য সত্যি কি না। রাতের ফুল, তোমার পিছে পড়ে গেছে। আমার হৃদয় দৌড়ায়, রাত থেকে ভোরে। আমি তোমার হাতে পড়তে চাই, রাতের রংধনু হতে চাই। চাঁদের বাতাস হতে চাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চেং চুনের গান ‘ফোটা’। গানের কথা এমন:  চিরদিন নেই, তবে আগামীকাল আছে। আগামীকাল হয়ত সবকিছু পরিবর্তিত হবে। তোমার সঙ্গে নিশ্চয় আমি আছি। আমি সবচেয়ে সুন্দর ফুল না, কিন্তু তোমার জন্য ফুটবো। তোমার সঙ্গে শেয়ার করবো, অশ্রু, দুঃখ, আনন্দ এবং আকাঙ্খা।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চেং চুনের গান ‘ছাং আন, ছাং আন’। এই গানটি হল জন্মস্থান এবং আত্মীয়স্বজনের জন্য চেং চুনের রচিত একটি গান। একবার চেং চুন চীনের সি আন শহরে যান। তিনি নানা-নানীর পুরাতন বাড়ি মিস করেন। তাই গান রচনা করতে উত্সাহী হন এ নিয়ে। গানে তিনি সি আন শহরের ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

আচ্ছা, আমরা একসাথে শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং চুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)