ফেব্রুয়ারি ১৭: প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত চীনাদের বসন্ত উৎসব উদযাপনের পদ্ধতিতে যুগান্তকারী পরিবর্তন হয়েছে। এ বছরটি অন্যান্য বছরের চেয়ে বিশেষভাবে আলাদা। গোটা চীনে নভেল করোনাভাইরাস মহামারী মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও কিছু কিছু জায়গায় মহামারীর ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। তাই, এ বছর বিভিন্ন প্রদেশ ও শহর কর্তৃপক্ষ ‘সেলিব্রেট ইন প্লেস’ বা ‘জন্মস্থানে ফিরে না-গিয়েও বসন্ত উৎসব উদযাপন’ করার পরামর্শ দিয়েছে। এই বিশেষ বসন্ত উৎসব চীনারা কীভাবে উদযাপন করছেন?