চাং হান ইয়ুন
2021-02-09 12:24:39

চাং হান ইয়ুন_fororder_zhanghanyun

চাং হান ইয়ুন, ১৯৮৯ সালের ৯ এপ্রিল চীনের সি ছুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সঙ্গীত মহলের একজন বিখ্যাত নারী কন্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

২০০৪ সালে চাং হান ইয়ুন চীনের হুন নান টেলিভিশনের সঙ্গীত বিষয়ক লাইভ শো ‘সুপার গোল’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় পুরস্কার পান। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে প্রবেশ করেন।

 

২০০৫ সালে চাং হান ইয়ুনের প্রথম অ্যালবাম ‘আমি খুব চাং হান ইয়ুন’ বাজারে আসে। একই বছর তাঁর প্রথম টিভি সিরিজ ‘আকাশের শেষে ঢেউ’ প্রচারিত হয়। ২০০৭ সালের ফেব্রুয়ারি তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘যৌবনের শত্রু  নেই’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন চাং হান ইয়ুনের গান ‘wonderful’। গানের কথায় বলা হয়েছে: আমি কখনই উপলব্ধি করিনি, যখন আমি তোমার দিকে তাকাই, সময়ও থেমে যায়। আমি জানি না, কেন আমি তোমাকে এতো মিস করি; ও প্রিয়, আমি তোমাকে এতো ভালোবাসি। কিন্তু কেন, কেন তোমাকে এতো ভালোবাসি!  

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চাং হান ইয়ুনের গান ‘যৌবনের শত্রু নেই’। গানের কথায় বলা হয়েছে: লজ্জা শুধু সময় নষ্ট করে, ভালবাসতে চাইলে এখন চেষ্টা করতে হবে। যখন রাজকুমার তোমার সামনে, মুহূর্তে অনেক মেয়ে ছুটে আসবে। আমার যৌবনের শত্রু নেই, তোমার অপেক্ষা করি। আমার স্বপ্ন, আমার প্রতিশ্রুতি সহজে বদলাবে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা ,এখন শুনুন চাং হান ইয়ুনের গান ‘একজনের এক স্বপ্ন আছে’। গানের কথায় বলা হয়েছে: আকাশ কতো উঁচু, আকাশ কতো বড়, জানতে চাই। কিংবদন্তীর দুর্গ আছে কি? সমুদ্র কতো গভীর, কতো চমত্কার, ভালোভাবে চিন্তা করবো। প্রত্যেকের একটি স্বপ্ন আছে, আমি তারার চেয়ে আরও সুন্দর।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন চাং হান ইয়ুনের গান ‘স্বপ্নকে ছেড়ে দেবে না’। গানের কথা এমন: হঠাত্ উপলব্ধি করেছি, আকাশ এতো বড়, পৃথিবী এতো বড়! সবাই বড় হয়, স্বপ্ন থাকলে ছেড়ে দেবে না। আমার কন্ঠ দিয়ে বিশ্বকে অবাক করবো। আবারও আমার সঙ্গে গান গাইবে। আবারও এই গান গাইবো।

আচ্ছা, শুনুন এই গান।

  

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং হান ইয়ুন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)