সিয়ে সিয়াও তোং
2021-02-09 17:21:37

সিয়ে সিয়াও তোং_fororder_QQ截图20210131150618

 

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তাঁর নাম সিয়ে সিয়াও তোং।  তিনি টানা ১৪ বছর ধরে চীনের বসন্ত উত্সব গালায় অংশ নেন এবং গত শতাব্দীর ৯০-এর দশকে চীনের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম।  বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা একসঙ্গে শুনবো সিয়ে সিয়াও তোংয়ের একটি জনপ্রিয় গান ‘স্মরণ করে’।গান ১

সিয়ে সিয়াও তোং ১৯৬৮ সালে চীনের আনহুই প্রদেশের একটি শিল্প-মনা পরিবারে জন্মগ্রহণ করেন।  তাঁর বাবা ছিলেন স্থানীয় গান ও নৃত্য দলের প্রধান, তাঁর মা বাংচু অপেরার অভিনেত্রী।  ১১ বছর বয়স থেকে সিয়ে সিয়াও তোং সংগীত ও নাচ শিখতে শুরু করেন।  স্কুলের সময়ে তিনি গান গাইতে পছন্দ করতেন এবং একটি সংগীত ব্যান্ড প্রতিষ্ঠা করেন।  নিজের সংগীত স্বপ্ন অনুসরণের জন্য ১৯৮৮ সালে সিয়ে সিয়াও তোং বেইজিংয়ে আসেন।  ১৯৯০ সালে তিনি বেইজিংয়ের একটি তরুণ গায়ক প্রতিযোগিতায় অংশ নেন এবং তৃতীয় পুরষ্কার লাভ করেন। এভাবেই সিয়ে সিয়াও তোংয়ের পেশাদার গায়ক জীবনের শুরু হয়। বন্ধুরা, এখন শুনুন সেই প্রতিযোগিতায় সিয়ে সিয়াও তোংয়ের একটি সুন্দর গান ‘আমি বাতাস জানি না’।গান ২

সুন্দর কণ্ঠ ও চেহারার জন্য সিয়ে সিয়াও তোং বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পেয়েছেন।  ১৯৯৫ সালে তিনি তখনকার চীনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান---বসন্ত উত্সব গালায় অংশ নেন এবং ‘আজ অনেক খুশি’ গানটি গেয়েছেন।  এ গান দ্রুত চীনে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে, সিয়ে সিয়াও তোংও সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।  ‘আজ অনেক খুশি’ গানে প্রফুল্ল সুরের মাধ্যমে উত্সবের সময়ে মানুষের আনন্দ ও খুশি প্রকাশ করা হয়, তাই এখনও উত্সবের সময়ে বিভিন্ন অনুষ্ঠানে গানটি শোনা যায়। বন্ধুরা, এখন সিয়ে সিয়াও তোংয়ের জনপ্রিয় গান ‘আজ অনেক খুশি’ শুনবো।গান ৩

সিয়ে সিয়াও তোংয়ের গান ‘আজ অনেক খুশি’ জনপ্রিয় হওয়ার পর তিনি টানা কয়েক বছর ধরে বসন্ত উত্সবে পারফর্ম করেন।  ১৯৯৬ সালে তিনি বসন্ত উত্সবে গান ‘সমৃদ্ধ বেইজিং’ গেয়েছেন, গানটি ‘ছুনলান সংগীত প্রতিযোগিতায়’ রানাস-আপ হয়।  ১৯৯৭ সালের বসন্ত উত্সবে তিনি ‘চীনা শিশু’ গেয়ে আবার এ পুরস্কার পয়েছেন।  সিয়ে সিয়াও তোং মোট ১৪ বার বসন্ত উত্সব গালায় অংশ নিয়েছেন এবং বসন্ত উত্সব গালায় সবচেয়ে জনপ্রিয় গায়ক হিসেবে বিবেচিত হন। বন্ধুরা, এখন শুনুন সিয়ে সিয়াও তোংয়ের জনপ্রিয় গান ‘ চীনা শিশু’।গান ৪

১৯৯৬ সালে সিয়ে সিয়াও তোং অ্যালবাম ‘মূল্যায়ন করে’ প্রকাশ করে।  এই অ্যালবামের গানগুলোর মাধ্যমে তার কণ্ঠের আকর্ষণ সুন্দরভাবে প্রতিফলিত হয়। ১৯৯৮ সালের বসন্ত উত্সব গালায় তিনি তাইওয়ানের জনপ্রিয় গায়িকা ফান সিয়াও সিউয়ানের সঙ্গে সহযোগিতা করে অনেক প্রশংসা পেয়েছেন।  তখন শুধু চীনের মূলভূখণ্ডে নয়, হংকং, ম্যাকাও ও তাইওয়ানে তিনি অনেক জনপ্রিয় হয়েছেন।  বন্ধুরা, এখন সিয়ে সিয়াও তোংয়ের সুন্দর একটি গান ‘মূল্যায়ন করে’ শুনবো।গান ৫

১৯৯৯ সালে সিয়ে সিয়াও তোং অ্যালবাম ‘বিশ্বাস করে’ প্রকাশ করেন।  অ্যালবামের প্রধান গান ‘মূল্যায়ন করে’ও সেই বছরের শ্রেষ্ঠ গানের পুরষ্কার পেয়েছে।  ২০০৩ সাল থেকে চীনের অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়া সিয়ে সিয়াও তোংও যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় পারফর্ম করেছেন ও বিদেশি কণ্ঠশিল্পীদের সঙ্গে সহযোগিতা করেছেন।  বন্ধুরা, এখন শুনুন সিয়ে সিয়াও তোংয়ের সুন্দর গান ‘মূল্যায়ন করে’।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে সিয়ে সিয়াও তোংয়ের আরেকটি সুন্দর গান ‘ভাগ্য’ শুনুন, আশা করি আপনাদের তাঁর গানগুলো পছন্দ হয়েছে।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।