প্রাচীন ছবি
2021-02-09 17:25:14

 

 

বন্ধুরা, আপনি হয়তো মানুষের জন্য রচিত গান শুনেছেন, চলচ্চিত্রের জন্য তৈরি গান শুনেছেন, বইয়ের জন্য লেখা গান শুনেছেন। তাহলে আপনারা কি ছবির জন্য রচিত গান শুনেছেন? চলতি বছর চীনে ‘প্রাচীন ছবি’র জন্য গান রচনা’ কার্যকলাপ শুরু হয়। অসংখ্য পুরাকীর্তির মধ্যে চীনামাটি মণিরত্নের তুলনায় চিত্র যেন সবসময়ে কম দৃষ্টি পায়। প্রাচীনকালের চিত্রকলা প্রচারের জন্য চীনের নিষিদ্ধ নগর জাদুঘর ও কিউকিউ সংগীত যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। চীনের অনেক গায়ক এই কার্যকলাপে অংশ নিয়েছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে ‘প্রাচীন ছবি’র জন্য গান রচনা’ এই কার্যকলাপে চীনের বিখ্যাত ছবি সম্পর্কিত কিছু গান শুনবো। সুন্দর গান শোনার পাশাপাশি চীনের বিখ্যাত প্রাচীন ছবি ও সংস্কৃতির গল্প বলব।  

প্রাচীন ছবি_fororder_qianlijiangshantu

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা একসঙ্গে এই কার্যক্রমের থিম সং ‘তান ছিং ছিয়ান লি’ শুনবো। বর্তমান চীনে খুব জনপ্রিয় তরুণ গায়ক জ্যাকসন ই গানটি গেয়েছেন। গানটির অনুপ্রেরণা হচ্ছে চীনের উত্তর সোং রাজবংশের বিখ্যাত চিত্রশিল্পী ওয়াং সি মেং’র ছবি ‘ছিয়ান লি চিয়াং শান থু’ (Thousands miles of mountains and rivers) । ছবিটি উত্তর সোং রাজবংশের আমলে চীনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছে। আর গানটি এই ছবি থেকে শুরু করে চীনের হাজার বছরের চিত্রকলার সুন্দর বৈশিষ্ট্য প্রকাশ করেছে।

বন্ধুরা, এখন গান ‘তান ছিং ছিয়ান লি’ শুনবো।  গান ১

পরের দু’টি গান চীনের উত্তর সোং রাজবংশের চিত্রশিল্পীর রচনার সঙ্গে জড়িত। তা চাং চে তুয়ানের চিত্র ‘ছিংমিং শাংহ্য থু (Ascending the River at Qingming Festival)’। ছিংমিং শাংহ্য থু প্রায় চীনের সবচেয়ে বিখ্যাত ও পরিচিত একটি প্রাচীন ছবি। সমাধি পরিচ্ছন্নকরণ দিবসে তখনকার চীনের রাজধানী পিয়ান চিং শহরের পিয়ান নদীর পাশের সমারহময় দৃশ্য ফুটিয়ে তুলেছে। ৫.২৮ মিটার ছবিটিতে ৮০০জনেরও বেশি মানুষ আছে। এতে বিস্তারিত ও সুন্দরভাবে তখনকার লোকদের পোশাক, স্থাপত্য, বাজার, ও রীতিনীতি প্রতিফলিত হয়েছে। ছবিটি দেখলে যেন তখনকার আবহাওয়া অনুভব করা যায় এবং তা পণ্ডিতদের জন্য উত্তর সং রাজবংশের ইতিহাস গবেষণার ভালো উপাদান। ছবিটি বর্তমান বেইজিংয়ের নিষিদ্ধ নগর জাদুঘরে সংরক্ষিত আছে। প্রায় এক হাজার বছর পার হলেও অসংখ্য লোক তার দেখে মুগ্ধ হয়।

বন্ধুরা, এখন শুনুন কার্যকলাপে  এই ছবিসংক্রান্ত দুটি গান ‘ছবিতে শহর’ ও ‘ছিংমিং শাংহ্য থু’।      গান ২      গান ৩

পরের গানটির নাম ‘ছবিতে দেবী’, গেয়েছে চীনের সংগীত দল AZA।. গানটি চীনের পূর্ব চিন রাজবংশের বিখ্যাত চিত্র ‘লো শেন ফু থু’ (The Picture of The Ode of the River Goddess)র জন্য রচিত হয়। এতে ধারাবাহিক চিত্রের মাধ্যমে সুন্দর নদী-দেবীর প্রশংসা করে। AZA বাদ্যযন্ত্র ছাড়া খালি কণ্ঠে গান পরিবেশন করে। এই গানে তাদের স্পষ্ট নরম কণ্ঠ যেন সেই পৌরাণিক কাহিনীর দেবীকে আমাদের কাছে এনে দেয়। বন্ধুরা, এখন এই সুন্দর গান শুনুন।     গান  ৪

এবারের গানের নাম ‘হান সি চিয়া ইয়ে ইয়ান থু’ ‘Night Revels of Han Xizai’। গানটি চীনের দক্ষিণ থাং রাজবংশের শিল্পী কু হোং চোং’র একই নামের ছবি অনুসারে রচিত। গানটি গেয়েছেন চীনের গায়ক হ্য চুন, তিনি তার সুন্দর কণ্ঠ ও চীনা বৈশিষ্ট্যময় গানের জন্য বিখ্যাত। এই গানে চীনা বৈশিষ্ট্যময় সংগীতশৈলী শোনা যায়।বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৫

প্রাচীন ছবির সঙ্গে জড়িত গানগুলো সবই কিন্তু চীনা ঐতিহ্যগত সংগীতশৈলী নয়! চীনের গায়ক CTZ বর্তমান জনপ্রিয় ইলেক্ট্রনিক মিউজিক দিয়ে ছবি ‘ছি মিং শাং হ্য থু’ তে চিত্রিত পিয়ানচিং শহরের জন্য গান রচনা করেছেন। প্রাচীন ও আধুনিকের এক সুন্দর মিল আছে এই গানে। বন্ধুরা, এখন CTZর গান ‘পিয়ান লিয়াং’ শুনবো।গান ৬

প্রাচীন ছবি_fororder_momei

অনুষ্ঠানের একদম শেষে আমরা ইউয়ান রাজবংশের শিল্পী ওয়াং মিয়ানের ছবি ‘মো মেই থু (the picture of wintersweet)’কে নিয়ে রচিত গান ‘মো মেই’ শুনবো। গান গেয়েছে সংগীত দল ‘ছি তৌ’। আশা করি, এ গানের মাধ্যমে আপনিও চীনা প্রাচীন ছবির সৌন্দর্য অনুভব করতে পারবেন।   গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।