শিশিরের টিকাগ্রহণের অভিজ্ঞতা
2021-02-09 14:47:40

 

কোভডি-১৯ মহামারি মোকাবিলার সবচেয়ে কার্যকর ও গুরুত্বপূর্ণ  উপায় হল টিকাদান।

গত শনিবার আমি চীনের তৈরি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছি এবং  আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এ বিষয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। বাংলাদেশেও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম, আশা করি আমার এ অভিজ্ঞতা আপনাদের জন্য সহায়ক হবে।

১ টিকা দেওয়ার জন্য কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়?

অ্যাপ্লিকেশনের নিবন্ধন- সময় ঠিক করা- নাগরিক কমিটি থেকে টিকা নোটিশ পাওয়া- নির্দিষ্ট জায়গায় টিকা গ্রহণ করা।

২ টিকাদানের কয়েকটি পদক্ষেপ

  আইডি-সনাক্তকরণ—অপেক্ষা—টিকাদান সম্মিতিতে স্বাক্ষর করা—দ্বিতীয় বার আইডি শনাক্তকরণ—টিকা নেয়া— আবার ৩০ মিনিটের মতো অপেক্ষা—কোন পার্শ্বপ্রতিক্রিয়া না হলে যেতে পারা।

৩ কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে?

মাথাব্যথা, জ্বর, ইনজেকশন সাইটে লালভাব দেখা যায়, কাশি, বমি, ডায়রিয়া।

৪ অন্য টিকার সঙ্গে কোভিড-১৯ টিকা নিতে পারবে কীনা?

নিষ্ক্রিয় টিকা নিরাপদ হলেও এ টিকা নতুন ধরনের। তাই অন্য টিকার সঙ্গে নিলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে কীনা তা নিশ্চিত নয়। যদি অন্য ধরনের টিকা নিতে হয়, তাহলে দুটি টিকাদানের সময়ে দুই সপ্তাহের ব্যবধান রাখা ভাল।

৫ কিছু নোটিস

শরীরের ইনজেকশন স্থানকে পরিস্কার রাখা, প্রথম দিন ওই স্থানে পানি লাগানো যাবে না। ২৪ ঘন্টার মতো নিজের শরীরের অবস্থা পর্যবেক্ষণ করুন। অসুস্থ হলে হাসপাতালে যাবেন।

(শিশির/এনাম/রুবি)