চীন ও মধ্য-পূর্ব ইউরোপের বাণিজ্যিক মূল্য ১০০বিলিয়ন ছাড়াল
2021-02-08 15:19:03

ফেব্রুয়ারি ৮: ২০১২ সালে চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলার পর থেকে উভয় পক্ষের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অব্যাহতভাবে উন্নত হয়ে আসছে। ফলে একটি বিস্তৃত, বহু-স্তরের, প্রশস্ত, পারস্পরিক কল্যাণকর এবং উভয়ের জন্য লাভের অবস্থা সৃষ্টি হয়। যা উভয় পক্ষের জনগণ এবং শিল্পপ্রতিষ্ঠানের জন্য দুর্দান্ত সুবিধা বয়ে এনেছে। আজকের সংবাদ পর্যালোচনায় এ নিয়ে শুনবেন একটি প্রতিবেদন।

‘স্ক্রিনের এ বক্সের ছবি ক্লিক করলে আপনি এ মদ কিনতে পারেন। এখন কেনুন।’

আপনি এখন যে সাউড শুনছেন তা ইন্টারনেটের একটি সরাসরি প্রচার থেকে নেওয়া। চীনে নিযুক্ত মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত এখানন মদ বিক্রি করছেন। পোল্যান্ডের নাশপাতি, সার্বিয়ার আঙ্গুর মদ, ও বুলগেরিয়ান গোলাপের তেল থেকে উতপাদিত মদ, লাটভিয়ার খনিজ পেইন্ট, মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যগুলো অনেক চীনা নেটব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চীনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হওয়ার সাথে সাথে মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর শ্রেষ্ঠ পণ্য চীনের অনলাইনের অর্থনীতির প্রাণবন্ত উন্নয়নকে কাজে লাগিয়ে চীনের বাজারে প্রবেশ করেছে।

টিমল ইন্টারন্যাশনালের বৈশ্বিক বিনিয়োগ প্রচারের ইউরোপীয় অঞ্চলের প্রধান ইলিন সাংবাদিকদের বলেছেন যে, মধ্য ও পূর্ব ইউরোপীয় ব্র্যান্ডগুলি চীনে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং ধীরে ধীরে বিপুল সংখ্যক চীনা গ্রাহককে আকৃষ্ট করেছে।

তিনি বলেন,

 “২০১৯ সালে টিমল ইন্টারন্যাশনালে মধ্য ও পূর্ব ইউরোপীয় ব্র্যান্ডগুলো আসতে শুরু করে। গত দু’বছরে মধ্য ও পূর্ব ইউরোপীয় ব্র্যান্ডগুলোর সংখ্যা ২০১৮ সালের একই সময়ের তুলনায় ৯০ শতাংশ বেশি। এসব ব্র্যান্ড চীনে দ্রুত গতিতে উন্নত হচ্ছে।”

তাছাড়া, ঐতিহ্যবাহী বাণিজ্যিক ক্ষেত্রে মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চীনের যোগাযোগও বেড়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০২০ সালে মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যিক মূল্য ১০৩.৪৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। পুঁজি বিনিয়োগের সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফোং বলেন,

‘২০২০ সালে মধ্য ও পূর্ব ইউরোপের ১৭টি দেশের সঙ্গে চীনের বাণিজ্যিক মূল ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৮.৪ শতাংশ বৃদ্ধি পায়। এ সংখ্যা একই সময় চীনের বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির হার এবং চীন ও ইউরোপের বাণিজ্যের প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি। ২০১২ সালের পর থেকে মধ্য ও পূর্ব ইউরোপের ১৭টি দেশের সঙ্গে চীনের বাণিজ্যের বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৮ শতাংশ। এ সংখ্যা চীনের বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির তিন গুণেরও বেশি, ইইউ’র সঙ্গে চীনের বাণিজ্যের প্রবৃদ্ধির হারের দ্বিগুণ বেশি। ২০২০ সালের শেষ দিকে মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর সব খাতে চীনের সরাসরি পুঁজি বিনিয়োগের পরিমাণ ৩.১৪ বিলিয়ন মার্কিন ডলার এবং এসব পুঁজি বিনিয়োগ জ্বালানি, খনিজ, অবকাঠামো, লজিস্টিক্স এবং অটোমোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়তি।’

এখন পর্যন্ত চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর আর্থ-বাণিজ্যিক ফোরাম টানা ৯ বার অনুষ্ঠিত হয়। চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর আর্থ-বাণিজ্য বেগবান বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন তিন বার অনুষ্ঠিত হয়। চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর বিনিয়োগ এবং বাণিজ্য এক্সপো চীনের নিংবো শহরে সাফল্যের সঙ্গে ৪বার আয়োজনের পর ২০১৯ সালের জুন মাসে চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মেলা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষণালয়ের আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা কেন্দ্রের পরিচালক চাং চিয়েন পিং মনে করেন, চীন-ইইউ বিনিয়োগ চুক্তির আলোচনার সমাপ্তি এবং ‘চীন-ইইউ ভৌগলিক প্রতীক চুক্তি’ স্বাক্ষরের ফলে পারস্পরিক উন্মুক্ততা বাড়ানো এবং উচ্চ মানের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা চালানোর জন্য নিশ্চয়তা দেবে।

লিলি/এনাম/শুয়ে