চিয়াং ইয়াং জুও মা
2021-02-07 14:36:11

চিয়াং ইয়াং জুও মা_fororder_src=http___pic8.58cdn.com.cn_zhuanzh_n_v275efba56a2aa4dfdb7a9854a1828c7d1_w=750&h=0&refer=http___pic8.58cdn.com

চিয়াং ইয়াং জুও মা ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি সিছুয়ান প্রদেশের কানজি তিব্বত জাতি স্বায়ত্তশাসিত জেলায় জন্মগ্রহণ করেন। তিনি এক সাধারণ কৃষক পরিবারের কন্যা। পরিবার দরিদ্র হওয়ার কারণে তাঁর লেখাপড়া শুধু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় বছর পর্যন্ত এসে থেমে যায়। স্কুল থেকে ঝড়ে পড়ার পর তিনি জেলার একটি হোটেলে চাকরি শুরু করেন। হোটেলে কাজ করার সময় আর্ট ট্রুপে  জনশক্তির অভাব দেখে তিনি মাঝে-মাঝে মঞ্চে গান গাইতেন। একবার হোটেলের এক ভোজ সভায় তাঁর বৈশিষ্ট্যময় কণ্ঠস্বর এক নেতাকে আকর্ষণ করে। নেতা তাঁর জন্য আর্ট ট্রুপের কাছে সুপারিশ করেন। ফলে তিনি আর্ট ট্রুপে প্রবেশ করেন। তারপর, চিয়াং ইয়াং জুও মা নিজের প্রচেষ্টার মাধ্যমে কান জি তিব্বত জাতি স্বায়ত্তশাসিত জেলার গান ও নাচের ট্রুপে প্রবেশ করেন। ২০০৫ সালে তিনি সিছুয়ান সংগীত কনজারভেটরি থেকে স্নাতক হয়ে তিব্বত জাতির একজন গায়িকায় পরিণত হন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, তাহলে আজকের প্রথম গান হিসেবে আমি আপনাদের চিয়াং ইয়াং জুও মা’র ‘সুন্দর তৃণভূমি’ নামে গানটি শোনাবো, কেমন?­ 

চিয়াং ইয়াং জুও মা_fororder_src=http___photocdn.sohu.com_20160124_mp56206286_1453578884301_6.jpeg&refer=http___photocdn.sohu

২০০৫ সালে স্নাতক করার পর চিয়াং ইয়াং জুও মা ‘কল্পনা খাম’ শীর্ষক নৃত্ত নাটকে পারফর্ম করেন। নাটকটি সিছুয়ান প্রদেশের পঞ্চম সংখ্যালঘু জাতি শিল্প উত্সবে ভোকাল মিউজিক পারফরম্যান্সের প্রথম পুরষ্কার জিতে। বেশি কথা না বলি, এখনই আমি আপনাদের চিয়াং ইয়াং জুও মা’র গান ‘এর চি’ বা ‘মা’ গানটি শুনাবো। 

চিয়াং ইয়াং জুও মা_fororder_src=http___img.alicdn.com_imgextra_i1_2373566687_TB2iNb1XB0kpuFjSsziXXa.oVXa_!!2373566687_2200x2200Q90s50&refer=http___img.alicdn

গানটি কেমন লেগেছে? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাইনা? ২০০৮ সালের এপ্রিলে চিয়াং ইয়াং জুও মা তাঁর প্রথম সংগীত অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালের জানুয়ারিতে ‘স্বর্ণ আবাহন’ প্রকাশ করেন। একই বছরের সেপ্টেম্বর মাসে ‘স্বর্ণ শোভা’ নামে অ্যালবাম প্রকাশ করেন তিনি। এছাড়া ডিসেম্বর মাসে তিনি আরও একটি অ্যালবাম প্রকাশ করেন, অ্যালবামের নাম ‘পূর্ব মহিলা রাষ্ট্র’। ২০১০ সালের এপ্রিল মাসে এবং ২০১১ সালের জানুয়ারি মাসে তিনি পর পর দু’টো অ্যালবাম প্রকাশ করেন। বন্ধুরা, এখন আমরা এক সাথে চিয়াং ইয়াং জুও মা’র একটি গান শুনি, কেমন? গানের নাম ‘বাবা’। 

চিয়াং ইয়াং জুও মা_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20181203_21c05ccd38e5427aa82ac2482de4896b.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

বন্ধুরা, ‘হুলুন বুয়ার তৃণভূমি’ চিয়াং ইয়াং জুও মা’র গাওয়া একটি গান। বিখ্যাত ও জনপ্রিয় গানটি অনেক কণ্ঠশিল্পী গেয়েছেন। গানটি চিয়াং ইয়াং জুও মা’র ২০০৯ সালে প্রকাশিত ‘স্বর্ণ আহ্বান’ অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। তাহলে এখন আমরা গানটি শুনি। 

 

বন্ধুরা, যেহেতু চিয়াং ইয়াং জুও মা’র গাওয়া গানগুলোতে তৃণভূমি সম্পর্কিত অনেক কথা রয়েছে। এখন আমি তাঁর আরেকটি তৃণভূমি’র গান শোনাচ্ছি, কেমন? গানের নাম ‘তৃণভূমির রাত’ ।

চিয়াং ইয়াং জুও মা_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20200225_1ff17fae4a264240ad71e5cd58edb018.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

ছোটবেলা চিয়াং ইয়াং জুও মা বাবামা’কে কৃষি কাজ করতে সাহায্য করতেন। সে সব অভিজ্ঞতা তাঁর পরিশ্রমী হয়ে উঠা ও কষ্টকে ভয় না-পাওয়ার মানসিকতা তৈরী করেছে। সম্প্রসারিত মঞ্চ পাওয়ার জন্য তিনি বেইজিংয়ে এসে তাঁর শোবিজ জীবন শুরু করেন। যদিও শহরটি তাঁর জন্য অপরিচিত। তবুও সাহসী ও কষ্টকে ভয় না-পাওয়ার মনোভাব দিয়ে তিনি বিভিন্ন ধরনের কষ্ট কাটিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করেন। আচ্ছা বন্ধুরা, এখন আমি আপনাদের চিয়াং ইয়াং জুও মা’র গাওয়া আরেকটি গান শোনাই, গানের নাম  ‘উসুরি বার্জে গান’ । 

চিয়াং ইয়াং জুও মা_fororder_9db44411eee07985271a140443673051

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের চিয়াং ইয়াং জুও মা’র অন্য একটি গান শোনাই। গানের নাম ‘উটের ঘণ্টা’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।

   

(প্রেমা/এনাম)