ফান সিয়াও সুয়ান
2021-02-05 17:36:33

ফান সিয়াও সুয়ান_fororder_fanxiaoxuan

ফান সিয়াও সুয়ান, ১৯৭৭ সালের ২৭ ফেব্রুয়ারি চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন নারী কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, এবং একাধারে অভিনেত্রীও বটে।

 

১৯৯৫ সালে ফান সিয়াও সুয়ানের প্রথম অ্যালবাম ‘Rain’ প্রকাশিত হয়। ১৯৯৮ সালে ফান সিয়াও সুয়ান চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে ‘সুস্বাস্থ্যের গান’ পরিবেশন করেন এবং এর মাধ্যমে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।  

 

গান গাওয়া ছাড়া ফান সিয়াও সুয়ান চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয়ও করেছেন। ২০১২ সালে ফান সিয়াও সুয়ান ‘The Silent War’ নামের চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে নবম ট্রাইপড অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতে নেন।

 

বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সুয়ানের আরেকটি গান। গানের কথায় বলা হয়েছে: বৃষ্টি পরছে, বাইরের পৃথিবী ভিজে গেছে। আমি অপেক্ষায় থাকি, এরপর দুঃখ নিয়ে ঘুমিয়ে পরি। আবার ঘুম থেকে জেগে উঠি। সবকিছু পরিবর্তিত হয়, হৃদয় ঠান্ডা হয়ে যায়। ভালোবাসা কী, তুমি কী, আমি চিন্তা করবো না। আমি গান গাইবো না, আমি ক্লান্ত।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সুয়ানের কন্ঠে আরেকটি গান, গানের নাম ‘তোমার মিষ্টতা’। গানের কথা এমন: তোমার মিষ্টতা, আমার মনকে মুগ্ধ করেছে। যদিও সবাই বলে, মিষ্টতা, মিষ্টতা খুব ভাসা-ভাসা জিনিস। তোমার চোখ, ঝিক ঝিক তারা, এতো উজ্জ্বল, আমার সব দৃষ্টি তোমার দিকে। আমি আর চিন্তা করবো না, সবকিছুই ভুলে গেছি।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সুয়ানের গান ‘শুভরাত্রি’। গানের কথায় বলা হয়েছে: নীল রাতে, শুভরাত্রি! প্রিয় পুতুল, ঘুমিয়ে যাও। আমার পুতুল ঘুমিয়ে যাও। ঝিক ঝিক তারা নাচে, স্বপ্ন শান্তভাবে তোমার বিছানার কাছে থাকে। চোখ বন্ধ করে, হাসিমুখে তুমি শুধু ঘুমিয়ে যাও। স্বপ্ন পূরণ হবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সুয়ানের গান ‘তুষারমানব’। গানের কথা এমন: এত ঠান্ডা, তুষার এতো বেশি! Merry Christmas to you, আমার প্রিয়। এতো ঠান্ডা, পুরো শীতে তোমার বাসার সামনে আমি, Are you my snowman? আমি অপেক্ষা করি আর করি। তুষার, আমাদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি করেছে; আমার ভালোবাসা তোমার কারণে জন্ম নিয়েছে।  

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফান সিয়াও সুয়ান-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)