হান সুয়েই
2021-02-05 17:32:34

হান সুয়েই_fororder_hanxue

হান সুয়েই, ১৯৮৩ সালের ১১ জানুয়ারি চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কন্ঠশিল্পী এবং অভিনেত্রী।

 

২০০৪ সালের ১৫ অক্টোবর, হান সুয়েই’র প্রথম অ্যালবাম ‘তুষার পড়া’ প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে তাঁর সঙ্গীতযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

 

২০০৭ সালের ফেব্রুয়ারিতে হান সুয়েই কন্ঠশিল্পী হিসেবে প্রথমবারের মতো চীনের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে ‘বাঁশের বাতাস’ গানটি পরিবেশন করেন।

 

এখন শুনুন হান সুয়েই-এর গান ‘ঠিক তুমি’। গানের কথাগুলো এমন: তারাভরা আকাশে চাঁদ এতো স্নিগ্ধ! আমার হাত তোমার হাতে। অশ্রুসিক্ত চোখেও আমি এখন সুখে মাতাল। আমরা সারা জীবন সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই উষ্ণ ভালোবাসা চিরদিনের কথা। তুমি, ঠিক তুমি, আমার হৃদয়ের একমাত্র ভালোবাসা।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন হান সুয়েই-এর গান ‘মস্কোয় অশ্রু নেই’। গানের কথায় বলা হয়েছে: শীতকালের বিদায়, মস্কোর গভীর রাতে। সেনারা রাস্তায় টহল দেয়, এখানে কেউ জানে না। কে কাকে ভালোবাসে, কেউ জানে না। অন্যকে কষ্ট দিতে চাই না, তাই ভালোবাসাও প্রকাশ করতে চাই না। মস্কোয় অশ্রু নেই।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হান সুয়েই-এর কন্ঠে আরেকটি সুন্দর গান, গানের নাম ‘খোঁজা’। গানের কথায় বলা হয়েছে: মাছ সমুদ্র খোঁজে, ফুল বসন্তকে খোঁজে। আমরা সময়কে অতিক্রম করে সুখকে খুঁজবো। শান্তি ও বন্ধুত্ব পেলে আনন্দ হবে। সদ্গুণ থাকলে সুন্দর হবে। সুখকে আমরা খুঁজে পাবো।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হান সুয়েই-এর আরেকটি গান, গানের নাম ‘জীবনের নদী’। গানের কথা এমন:  অশ্রু ঘামের আগে গড়িয়ে পড়েছে। আমি এ নিয়ে চিন্তা করিনি। আমি গর্বের সঙ্গে উড়ি অথবা একাই পরে যাই, তুমি সবসময় আমার সাথে থাকো। আমি তোমার হতে চাই, কিন্তু নিজেকে হারানোর ভয় পাই। আকাশের দিকে দেখি, রাতের সবচেয়ে উজ্জ্বল তারা তুমি।

আচ্ছা, শুনুন এই গান।

  

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হান সুয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)