বেইজিং অলিম্পিকের সুষ্ঠু প্রস্তুতির ভূয়সী প্রশংসা করলেন বাখ
2021-02-04 16:14:43

ফেব্রুয়ারি ৪: বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস শুরু হতে আজ (বৃহস্পতিবার) থেকে এখনো এক বছর বাকি। গত এক বছরে কোভিড-১৯ মহামারি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যার কারণে সব আন্তর্জাতিক অলিম্পিক গেমস চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা অনিশ্চিত হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে চীনের শীর্ষ নেতাগণ বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস সঠিক সময়ে ভালভাবে আয়োজনের উপর খুব গুরুত্বারোপ করছেন। বর্তমানে গেমসটির বিভিন্ন প্রস্তুতি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, যা সঠিক সময়ে অলিম্পিক আয়োজনের জন্য চালিকাশক্তি যুগিয়েছে। তাতে চীনের প্রতিশ্রুতি পালনের দক্ষতা ও দায়িত্বশীলতারও প্রতিফলন হয়েছে।

 

সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমস বাখ চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাত্কারে মহামারি প্রতিরোধে চীনের কার্যক্রম এবং বেইজিং অলিম্পিক গেমসের সুষ্ঠু প্রস্তুতিকাজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, “চীন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। একদিকে, দেশটি সাফল্যের সঙ্গে মহামারি নিয়ন্ত্রণে এনেছে এবং অন্যদিকে, মহামারির আঘাত থেকে অলিম্পিক গেমসকে পুনরুদ্ধার করেছে। আমি ইতোমধ্যেই চীনের শীর্ষনেতার প্রতি বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সুষ্ঠু প্রস্তুতির জন্য প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়েছি। প্রস্তুতি কাজে আমরা সন্তুষ্ট। বিশেষ করে মহামারি সত্বেও এক বছর আগে সব প্রস্তুতিকাজ সম্পন্ন হয়েছে, তা চীনাদের প্রানচাঞ্চল্য, দৃঢ়তা ও কার্যকারিতার প্রতিফলন।”

 

গত বছরের প্রথমার্ধে চীনে মহামারির পরিস্থিতি খুব গুরুতর ছিল। তবে সে সময় নানা সমস্যা কাটিয়ে উঠে চীন বিশ্বে প্রথম কার্বন ডাইঅক্সাইডকে সরাসরি বরফে পরিণত করা স্পিড স্কেটিং হল প্রস্তুত করেছে। পাশাপাশি, বিশ্বে এ প্রথম শীত্কালীন অলিম্পিক গেমসের জন্য বরফ পৃষ্ঠে চলনশীল কার্লিং কোর্ট নির্মাণ করেছে।

 

ইয়ান ছিং ও ছোং লি অঞ্চলের নানা খেলার মাঠে পরিবেশবান্ধব, কার্বন নির্গমন ও টেকসই উন্নয়নসহ নানা কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত কয়েক দিন আগে স্পিড স্কেইটিং’র মাঠে প্রথম বরফ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

 

একই সঙ্গে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের আয়োজক কমিটি গেমস চলাকালে মহামারি নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে।  চীনের প্রথম শীত্কালীন অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ান ইয়াং ইয়াং বর্তমানে ‌এ কমিটির খেলোয়াড় কমিটির চেয়ারম্যান। তিনি জানান, এ বছরে কমিটির কর্মসভার মূল আলোচ্য বিষয় হল মহামারি প্রতিরোধ করা। তিনি বলেন,“প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিযোগিতার সু-অবস্থা বজায় রাখা। যেমন: সাধারণ মানুষ ইমিগ্রেশন পার হয়ে কোয়ারেন্টিনে থাকবে। তবে, খেলোয়াড়দের কোয়ারেন্টিন থাকার পাশাপাশি প্রশিক্ষণ অব্যাহত রাখবে। আমি তিনটি শীত্কালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিলাম। প্রতিটি প্রতিযোগিতায় আমরা নূন্যতম এক মাস ধরে খেলার মাঠে প্রশিক্ষণ নেই। যাতে সেখানকার মাঠ ও স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো সম্ভব হয়। মহামারির প্রেক্ষাপটে চীন কীভাবে খেলোয়াড়দের এসব ব্যবস্থা করে দেবে। সে প্রশ্নের উপর আমরা মনোযোগ দিচ্ছি এবং সংশ্লিষ্ট পরিকল্পনা করেছি।

মহামারির কারণে পূর্বপরিকল্পিত টেস্ট প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন খেলার মাঠে চলতি ফেব্রুয়ারি থেকে দেশীয় প্রতিযোগিতা কেন্দ্রিক টেস্ট প্রতিযোগিতার আয়োজন করা হবে। চীনের বসন্ত উত্সব উপলক্ষে বেইজিং অলিম্পিক গেমস ও শীত্কালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমসের আইকন প্রকাশিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চীনা সমাজে শীত্কালীন অলিম্পিক গেমসের সাফল্যে নিয়ে  আস্থা তৈরি হয়েছে।

 

২০২০ সালের শেষ দিকে শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজকগণ সাফল্যের সঙ্গে ১১টি সরকারী অংশীদার, ১১টি সরকারী স্পনসর, ৯টি সরকারী একক সরবরাহকারী এবং ৭টি সরকারী সরবরাহকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। কমিটির বাজার উন্নয়ন পরিচালক পিয়াও শুয়ে তোং বলেন, “শিল্পপ্রতিষ্ঠানগুলো কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পাশাপাশি শীত্কালীন অলিম্পিক গেমস সমর্থন ও স্পনসর করতে উদ্যমী। আমাদের বাজার উন্নয়নের কাজের উপর মহামারি বেশি প্রভাব ফেলে নি। স্বাভাবিকভাবে কোভিড-১৯ মহামারি প্রতিরোধের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে বাজার উন্নয়ন করে যাবো আমরা।”

(ওয়াং তান হোং/এনাম/শিশির)