পুতুল
2021-02-03 10:29:33

পুতুল_fororder_u=2073050729,2157423469&fm=26&gp=0

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের সংখ্যালঘু ই জাতির একটি নারী কন্ঠশিল্পী ব্যান্ডের পরিচয় করিয়ে দেবো এবং তাঁদের গান শোনাবো। গ্রুপটির নাম আইলুও। গ্রুপটির দু’জন সদস্য হলেন দু’জন বোন। বড় বোন মাহেইআই, ছোট বোন মাহেইআলুও। গ্রুপটি হলো চীনের প্রথম ই জাতির নারী কন্ঠশিল্পী গ্রুপ। প্রথমে শোনাবো গ্রুপটির কন্ঠে ‘কাজিন, যাবে না’ শীর্ষক গান। গানটি হলো ই জাতির একটি লোকসংগীত। আইলুও প্রথম গেয়েছেন ২০১৫ সালে আয়োজিত একটি টিভি অনুষ্ঠানে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গ্রুপ আইলুও’র কন্ঠে ‘কাজিন, যাবে না’ শীর্ষক গান। দু’বোন সিসিটিভির একটি অনুষ্ঠানে পারফর্ম করার মাধ্যমে চীনে জনপ্রিয় হয়ে ‌ওঠেন। বড় বোন আই টানা দুই বার সিছুয়ান প্রদেশের দালিয়াশানে ই জাতির সৌন্দর্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ছোট বোন দ্বিতীয় স্থান পেয়েছিলেন।  দু’জন পৃথক পৃথকভাবে চীনের শীর্ষ পারফরমেন্স বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল একাডেমি অফ ড্রামায় ভর্তি হন। এরপর দু’জন অনেক চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করেছেন। এখন শোনাবো দু’জনের কন্ঠে ‘পূর্ব পাহাড়ের চন্দ্রপ্রভা পশ্চিম পাহাড়ে আছে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

পুতুল_fororder_src=http___s15.sinaimg.cn_mw690_4b8a778ctx6CoefDZZYee&690&refer=http___s15.sinaimg

বন্ধুরা, শুনছিলেন আইলুও’র কন্ঠে ‘পূর্ব পাহাড়ের চন্দ্রপ্রভা পশ্চিম পাহাড়ে আছে’ শীর্ষক গান। ২০১১ সালে দু’জন বোন সিসিটিভির আয়োজিত একটি নৃত্য অনুষ্ঠানে অংশ নেন। ২০১৩ সালে দু’জন হুপেই প্রদেশের টিভি কেন্দ্রের একটি অনুষ্ঠানে অংশ নেন। ২০১৩ সালে দু’জন সিসিটিভি’র আয়োজিত ‘সুপার স্টার’ শীর্ষক অনুষ্ঠানে দ্বিতীয় স্থান পান। ২০১৩ সালে দু’জন হুনান প্রদেশের টিভি কেন্দ্রের অনুষ্ঠানে হোস্ট হিসেবে কাজ শুরু করেন। এখন শোনাবো তাঁদের কন্ঠে ‘এতো শীতের শরত্কাল’ শীর্ষক গান। গানটির শিরোনাম হলো চীনের প্রাচীনকালে একটি বিখ্যাত্ কবির কথা। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইলুও’র কন্ঠে ‘এতো শীতের শরত্কাল’ শীর্ষক গান। ২০০২ সালে বড় বোন আই লিয়াংশান বান্নারের পর্যটন বিশেষ দূত নির্বাচিত হন। ২০০২ সালে আই চীনের পশ্চিমাঞ্চলের বিজ্ঞাপন মডেল প্রতিযোগিতার দ্বিতীয় স্থান পান। ২০০৫ সালে তিনি রঙিন কুইচৌ পর্যটন বিশেষ দূত প্রতিযোগিতার দ্বিতীয় স্থান পান এবং হুয়াস্যি পর্যটন বিশেষ দূতের মর্যাদা পান। এখন শোনাবো দু’জনের কন্ঠে ‘পুতুল’ শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

পুতুল_fororder_src=http___img.mp.itc.cn_upload_20170803_a39cbbfc42a24e9db76ac3e7d4155e2a_th&refer=http___img.mp.itc

বন্ধুরা, শুনছিলেন আইলুও’র কন্ঠে ‘পুতুল’ শীর্ষক গান। ২০০৬ ও ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় বড় বোন আই সেন্ট্রাল একাডেমি অফ ড্রামা আয়োজিত সংগীত প্রতিযোগিতার  চ্যাম্পিয়ন হন। ছোট বোন আলুও ২০০৫ সালে সিছুয়ান প্রদেশের সৌন্দর্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০০৫ সালে তিনি ই জাতির দশ জন শ্রেষ্ঠ সুন্দরীর একজন হিসেবে পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে তিনি হুনান প্রদেশের আয়োজিত ‘সুপার মেয়ে’ নামের সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে ছেংদু প্রতিযোগিতার শীর্ষ ২০ স্থানে ছিলেন। এখন শোনাবো দু’জন বোন’র কন্ঠে ‘দূর থেকে আসা অতিথিরা এখানে থাকবেন’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইলুও’র কন্ঠে ‘দূর থেকে আসা অতিথিরা এখানে থাকবেন’ শীর্ষক গান। আলুও ২০০৯ সালে কুয়াংস্যি প্রদেশের টিভি কেন্দ্রের আয়োজিত সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান। ২০১৩ সালে তিনি সিসিটিভি’র সংগীত চ্যানেলের আয়োজিত সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান। এখন শোনাবো দু’জনের কন্ঠে ‘চিগেআলু’। চিগেআলু হলো ই জাতির একজন পৌরাণিক নায়ক। গানটি একটি ই জাতির লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/রুবী)