লি শেং চিয়ে
2021-02-03 13:47:51

লি শেং চিয়ে ১৯৭৩ সালের ২১ ফেব্রুয়ারি তাইওয়ানের কাওসিয়োং-এ জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের একজন জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী। ১৯৯৭ সালে তিনি এক প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৯৯৯ সালে তিনি ‘লি চিয়ে নামে ‘ঠাণ্ডা কফি’ অ্যালবাম প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। তাহলে আজকের প্রথম গান হিসেবে আমি আপনাদের ‘ঠাণ্ডা কফি’ শোনাবো, কেমন?­ 

লি শেং চিয়ে_fororder_u=664721781,1219828364&fm=26&gp=0

২০০২ সালে লি শেং চিয়ে ‘পরম মোহ’ অ্যালবামটি প্রকাশ করেন। অ্যালবামের একই নামের গানটি তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতম। তাহলে এখন আমরা একসাথে খুবই জনপ্রিয় ‘পরম মোহ’ গানটি শুনি।

লি শেং চিয়ে_fororder_src=http___ztd00.photos.bdimg.com_ztd_w=700;q=50_sign=3c0b51b132f33a879e6d021af6676105_1ad5ad6eddc451da68f9de6abefd5266d0163220&refer=http___ztd00.photos.bdimg

গানটি কেমন লাগছে? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাইনা?  ২০০৪ সালে লি শেং চিয়ে’র অ্যালবাম ‘একেবারে বোকা হাত ছাড়াই’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘হাত ছাড়াই’ তাঁর অন্যতম প্রতিনিধিত্বমূলক গান। ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি প্রথম একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০০৬ সালে অ্যালবাম ‘তোমার সঙ্গে সংগতিপূর্ণ গান’ প্রকাশ করার পাশাপাশি একই বছরের জুলাই মাসে তিনি তাইওয়ানে আবার একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া, ২০০৮ সালে ও ২০০৯ সালে তিনি পর পর দু’টো অ্যালবাম প্রকাশ করেন। যেহেতু ‘হাত ছাড়াই’ তাঁর প্রতিনিধিত্বমূলক গান, এখনই আমি গানটি আপনাদের শোনাব, কেমন? 

লি শেং চিয়ে_fororder_src=http___pic2.zhimg.com_v2-19d80b46769baddf3350a597c1e09789_b&refer=http___pic2.zhimg

বন্ধুরা, ‘তুমি তাকে অনেক ভালোবাসো’ লি শেং চিয়ে ও অন্য এক কণ্ঠশিল্পী লিন লোং স্যুয়ানের সঙ্গে গাওয়া একটি গান। গানটি ২০০৬ সালে প্রকাশিত তাঁর চতুর্থ অ্যালবাম ‘তোমার সঙ্গে সংগতিপূর্ণ গান’-এ অন্তর্ভূক্ত হয়। এখন তাহলে আমি গানটি আপনাদের শোনাচ্ছি।

লি শেং চিয়ে_fororder_src=http___pic1.win4000.com_wallpaper_2018-01-15_5a5c159cded27&refer=http___pic1.win4000

‘ভালোবাসা যখন একটি ঠাট্টা’ গানটি লি শেং চিয়ে ২০০২ সালে প্রকাশিত ‘ঠাণ্ডা কফি’ অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। যখন এই অ্যালবাম প্রকাশিত হয়, তখন তিনি শুধু শোবিজে এক নতুন গায়ক। কিন্তু ৩বছর পর, তিনি জনপ্রিয় হয়ে উঠেন ‘পরম মোহ’ গানটি দিয়ে। তাঁর আত্মবিশ্বাসী কণ্ঠ সংগীতের দুনিয়ায় খুবই বিরল। গান গাওয়ার কৌশলে এবং পুরুষ ও নারী কণ্ঠের পরিসীমা পরিবর্তনে তিনি খুব ভাল করেন। তাহলে আমরা তাঁর কৌশল একটু উপভোগ করি।

লি শেং চিয়ে_fororder_src=http___radiofull.iwant-in.net_singerpicture_649f45e7a79e64ae64c4ef63c7443e02.jpeg&refer=http___radiofull.iwant-in

চীনের পপ সংগীত মহলে লি শেং চিয়ে এক অবিস্মরণীয় নাম। তিনি চীনের পপ সংগীতের জন্য সুবিদিত অবদান রাখেন। ১৯৯৭ সালে তাঁর গান ‘উড়ন্ত লাল পতাকা’ সারা চীনে এমন কি প্রত্যেক চীনা মানুষের গভীর হৃদয়ে জোরে বেজেছিল। গানটির সাফল্য ঠিক লি শেং চিয়ে’র সংগীত সৃষ্টির দক্ষতার প্রতি সঙ্গীত অনুরাগীদের পছন্দের প্রমাণ। গানটি চীনের পপ সংগীতের উন্নয়নের পথে চিরদিন পতপত করে উড়া পতাকা এবং তাঁর পরিবেশন ক্যারিয়ারের বিস্ময়কর ও উজ্জ্বল মুহূর্ত। বন্ধুরা, আমি আপনাদের জন্য লি শেং চিয়ে’র অন্য একটি গান বাছাই করেছি, গানের নাম ‘যদি তুমি তাকে ভালোবাস’ । 

লি শেং চিয়ে_fororder_src=http___pic.jj20.com_up_allimg_mx02_06191QKI6_1P6191KI6-4&refer=http___pic.jj20

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের লি শেং চিয়ের অন্য একটি গান শোনাই। গানের নাম ‘আমি শুনেছি’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। 

 

 (প্রেমা/এনাম)