বেইজিং শীত্কালীন অলিম্পিক আসরে সবাইকে স্বাগত জানালেন সি চিন পিং
2021-02-03 15:14:10

ফেব্রুয়ারি ৩: ২০২২ সালের বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস শুরু হতে আর মাত্র এক বছর বাকি। তবে, আসরের দিন গণনা ইতোমধ্যে শুরু হয়েছে।

 

আন্তর্জাতিক ক্রীড়া সম্মিলনীর উপর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশেষ গুরুত্বারোপ করছেন। তিনি শীত্কালীন অলিম্পিক গেমসে সর্বাধিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। তাঁর মতে, বরফ ও তুষার ক্রীড়াতেও প্রযুক্তিগত সৃজনশীলতা অপরিহার্য্য।

“২০২২ সালে বেইজিং আপনাদের স্বাগত জানায়। আমি ও কোটি কোটি চীনাদের পক্ষ থেকে আমাদের বিদেশি বন্ধুদের স্বাগত জানাই। ২০২২ সালে বেইজিংয়ে মিলিত হবো আমরা। আপনাদের স্বাগতম! সকল বন্ধুদের স্বাগতম!”

 

২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি পিয়ংচাং শীত্কালীন অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি সবাইকে উপরোক্ত আমন্ত্রণ জানিয়েছিলেন।

 

বেইজিং অলিম্পিক গেমস দরজায় কড়া নাড়ছে। একটি সফল অলিম্পিক গেমসের জন্য স্ট্যাডিয়াম ও অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট সি বেশ কয়েক বার নির্মাণাধীন স্ট্যাডিয়াম পরিদর্শন করেন। বেইজিংয়ের মূল অঞ্চল, রাজধানীর উপকন্ঠে ইয়ান ছিং এবং চাং চিয়া খৌ তিনটি অঞ্চলে শীত্কালীন অলিম্পিক গেমসের ২৫টি স্ট্যাডিয়াম রয়েছে। সেসব স্ট্যাডিয়ামের গুণগতমান নিশ্চিত করতে কী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন? এ প্রসঙ্গে চার বছর আগে চীনের প্রেসিডেন্ট সি বলেছিলেন, প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

তিনি বলেন, “শীত্কালীন অলিম্পিক গেমসের জন্য স্ট্যাডিয়ামের নির্মাণকাজ খুব গুরুত্বপূর্ণ। স্ট্যাডিয়ামে নিজস্ব বৈশিষ্ট্য থাকতে হবে। তাতে প্রযুক্তিগত, মেধাবী, সবুজ ও সাশ্রয়ী বৈশিষ্ট্য তুলে ধরা উচিত। তাই সর্বাধিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করে নির্মাণ কাজ করতে হবে।”

বেইজিং অলিম্পিক গেমসের স্ট্যাডিয়ামে প্রযুক্তির শৈলী পর্যাপ্ত রয়েছে। শৈল্পিক পুরাকীর্তি থেকে শৌ কাং স্কির জাম্পিং প্ল্যাটর্ফমের রূপ দেওয়া হয়েছে। ইয়ান ছিং স্নোগাড়ী স্ট্যাডিয়াম শীত্কালীন অলিম্পিক গেমসের বেশ কয়েকটি রেকর্ড অর্জন করেছে। রাজধানী স্ট্যাডিয়ামসহ বেশ কয়েকটি নতুন নির্মিত ও সংস্কারকৃত স্ট্যাডিয়ামে কার্বন নির্গমনের পরিমাণ প্রায় শূন্যে নামিয়ে আনার ব্যবস্থা রয়েছে। কোভিড-১৯ মহামারির আঘাত হানলেও সব স্ট্যাডিয়াম পূর্বপরিকল্পনার তুলনায় এক বছর আগে প্রস্তুত করা হয়েছে।

 

চীনে প্রচলিত আছে যে, বরফ ও তুষার ক্রীড়া শান হাই গুয়ান পাসের ভিতরে করা যায় না।  যদি করা যেতো, তাহলে ২০ থেকে ৩০ কোটি মানুষ এ ধরনের ক্রীড়ায় অংশগ্রহণ করতো। ২০১৭ সালে চাং চিয়া খৌ অঞ্চল পরিদর্শনের সময় সি চিন পিং বলেন, চীন বরফ ও তুষার ক্রীড়া কাভারের মাত্রা দ্রুত বাড়াবে এবং সে ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ জোরদার করবে।

তিনি বলেন,“বরফ ও তুষার ক্রীড়া চীনে পর্যাপ্ত কাভার হয় নি। শীত্কালীন ক্রীড়ার মাধ্যমে তা উন্নত করতে হবে। তাই বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সুবিধা কাজে লাগিয়ে চীনের বরফ ও তুষার ক্রীড়ার উন্নয়ন জোরদার করবো আমরা। এ জন্য তরুণ-তরুণীদের চেষ্টা চালিয়ে যেতে হবে।”

 

চীনের বরফ ও তুষার ক্রীড়ায় প্রযুক্তিগত উদ্ভাবনের ভালো ব্যবহার হয়েছে। গত ১৮ জানুয়ারি চীনের জাতীয় স্কি জাম্পিং সেন্টারে পরিদর্শনের সময় খেলোয়াড়দের উত্সাহিত করেন প্রেসিডেন্ট সি। জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তা সিস্টেমসহ নানা হাই-টেক ব্যবহারের ফলে খেলোয়াড়দের মান অনেক উন্নত হয়েছে।

ফেব্রুয়ারি ৩, ২০২১

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) থেকে ওয়াং তান হোং রুবি