চীনা উপহারের প্রথম চালান টিকা পাকিস্তানে
2021-02-02 16:28:54

জানুয়ারি ২: স্থানীয় সময় গতকাল (সোমবার) সকালে চীন সরকারের উপহার স্বরূপ পাকিস্তানকে দেওয়া কোভিড-১৯ টিকার প্রথম চালানটি ইসলামাবাদে পৌঁছেছে। এটি কোন দেশকে চীন সরকারের দেওয়া প্রথম টিকা উপহার। ভ্যাকসিন পেয়ে পাকিস্তান সরকার চীনের কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

 

গতকাল বিকেলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সুরহান বিমান ঘাঁটিতে চীন সরকারের দেওয়া ৫লাখ ডোজ ভ্যাকসিন পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়।

 

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, পাকিস্তানের সবচেয়ে কঠিন সময়ে চীন করোনাভাইরাসের ভ্যাকসিন উপহার দিয়েছে, এতে দু’দেশের গভীর বন্ধুত্বের প্রতিফলন হয়েছে।

 

তিনি পাক সরকার ও জনগণের পক্ষ থেকে চীনের উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,“চীনের সাইনোফার্মের ভ্যাককিসন পেয়ে আমি খুব খুশি হয়েছি। তাতে দু’দেশের সার্বক্ষণিক সুসম্পর্ক ও বন্ধুত্বের প্রতিফলন হয়েছে। কঠিন সময় কাটিয়ে উঠতে চীন ও পাকিস্তান একে অপরের পাশে আছে”।

 

তিনি বলেন, পাকিস্তানে কোভিড-১৯ মোকাবিলা করতে চীন চিকিত্সক দল পাঠিয়েছিল, তার প্রতি কৃতজ্ঞ পাকিস্তান। চীনা চিকিত্সা বিশেষজ্ঞদের অভিজ্ঞতা পাকিস্তানে মহামারি প্রতিরোধে কাজে লাগানো হয়েছে। তিনি বলেন,“চীনের গণমুক্তি ফৌজের চিকিত্সা বিশেষজ্ঞরা পাকিস্তানে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং আমাদের চিকিত্সকদের প্রশিক্ষণ দিয়েছেন। তাঁদের সাহায্য পাক জনগণের কল্যাণ হয়েছে। আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই।”

 

পাক সরকার জানিয়েছে, চীনের দেওয়া ভ্যাকসিন মহামারি প্রতিরোধ লড়াইয়ের প্রথম সারিতে থাকা চিকিত্সক ও চিকিত্সাকর্মীদেরকে প্রদান করা হবে। দেশটির জাতীয় স্বাস্থ্য একাডেমীর নির্বাহী কর্মকর্তা আমের ইকরাম বলেন, পাকিস্তানে ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী কাল (বুধবার) শুরু হবে।

 

তিনি বলেন,“চীনের সাইনোফার্মকে ভ্যাকসিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানায় পাকিস্তান। এ ভ্যাকসিন বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে এবং তা খুব কার্যকর। পাকিস্তানে ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী কাল শুরু হবে। প্রথমে রাজধানী, তারপর বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে পাঠানো হবে।”

 

বর্তমানে পাকিস্তানের ওষুধ প্রশাসন চীনের সাইনোফার্মের ভ্যাকসিন ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে। একই সঙ্গে দেশটিতে চীনের বায়োটেক কোম্পানির ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল শেষ পর্যায়ে পৌঁছেছে।

 

পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নং রুং ভ্যাকসিন হস্তান্তর করেছেন। হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন,  করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রতি বিশ্বজুড়ে ব্যাপক চাহিদার কথা মনে রেখে চীন যথাসাধ্য সাহায্য করে যাচ্ছে। চীন-পাকিস্তান ভ্যাকসিন সহযোগিতা জোরদার হলে বিশ্বব্যাপী আরও অনেক মানুষ উপকৃত হবে।

“আমি গৌরবের সঙ্গে ঘোষণা করছি যে, পাকিস্তান চীন সরকারের ভ্যাকিসন সাহায্যের প্রথম দেশ। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ বন্ধু এবং চীনের ভ্যাকসিন সহযোগিতার গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এখানে পাক সরকারের সে ভ্যাকসিনকে জরুরি অনুমোদন দেওয়ায় কৃতজ্ঞতা জানাই আমি। চীনের ক্যানসাইনো ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে পাকিস্তানের দেওয়া সহযোগিতাকেও ধন্যবাদ জানায় চীন সরকার। আমি  ভবিষ্যতে এ ক্ষেত্রে আরও সহযোগিতার প্রত্যাশা করি, যাতে আরও বেশি মানুষ উপকৃত হয়।”

(রুবি/এনাম/শিশির)