বৈশ্বিক মহামারি পরিস্থিতি আগামি মাস থেকে উন্নত হবে: চু নান শান
2021-02-01 15:05:36

ফেব্রুয়ারি ১: গত কাল (রোববার) চীনের প্রকৌশল একাডেমীর বিশেষজ্ঞ চু নান শান কুয়াং চৌ প্রদেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, চীনের কোভিড-১৯ মহামারি প্রতিরোধ লড়াই কার্যকরভাবে সফল হয়েছে। তবে, সবার উচিত স্থানীয়ভাবে বসন্ত উত্সব পালন করা।

 

তিনি মনে করেন, বেশ কয়েকটি দেশে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। ফলে আগামি মার্চ মাসে মহামারির বৈশ্বিক পরিস্থিতি উন্নত হবে। এ সম্পর্কিত বিস্তারিত এক প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে আজকের সংবাদ পর্যালোচনা শুরু করছি ।

 

চীনের কোভিড-১৯ মহামারি পরিস্থিতি প্রসঙ্গে চু নান শান  বলেন, গ্রামাঞ্চলে কোভিড-১৯ প্রতিরোধ কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সম্প্রতি সনাক্ত রোগীর ৬০-৭০ শতাংশ গ্রামাঞ্চলে সনাক্ত হয়েছে। চু নান শান বলেন,“আমরা বরারবরই সকর্ত রয়েছি। মহামারির বর্তমান লক্ষণগুলো প্রধানত গ্রামাঞ্চলে পাওয়া যাচ্ছে। সে অঞ্চলগুলোতে চিকিত্সা ব্যবস্থা, শিক্ষার আওতা, গ্রামাঞ্চলের চিকিত্সকদের জ্ঞান এবং নিউক্লিক টেস্টের ক্ষমতাসহ নানা ক্ষেত্রে দুর্বলতা রয়েছে।”

 

গ্রামাঞ্চলে কীভাবে প্রতিরোধকাজ চালানো হয়? এ প্রসঙ্গে চু নান শান বলেন, প্রথমত, মানষের সমাগম এড়াতে হয়। দ্বিতীয়ত, জনসাধারণের কোভিড-১৯ মহামারি সম্পর্কে জ্ঞান অর্জন জোরদার করা এবং গ্রামাঞ্চলে চিকিত্সকদের সতর্কতার চেতনা জোরদার করা। তৃতীয়ত, গ্রামাঞ্চলে জনসাধারণের নিউক্লিক টেস্ট জোরদার করা। এবং মোবাইল গাড়ী গ্রামাঞ্চলে গিয়ে সেখানকার বাসিন্দাদের নিউক্লিক টেস্ট করা উচিত।

 

উপসর্গহীন রোগী সম্পর্কে চু নান শান বলেন, উপসর্গহীন রোগীদের ভাইরাস ছড়ানো থেকে সতর্ক থাকতে হয়। তাই বসন্ত উত্সবের সময় স্থানীয়ভাবে এ দিবস কাটানোর পরামর্শ দেন চু।

 

তিনি বলেন,“কোভিড-১৯ মহামারি সার্স থেকে একটু আলাদা। কিছু মানুষ আক্রান্ত হলেও কোনো উপসর্গ থাকে না। তাদের শরীর থেকে ভাইরাস অন্যদেরকে সংক্রমণ করে। আমাদের সর্বশেষ গবেষণা অনুযায়ী আক্রান্ত হওয়ার ৫দিনের মধ্যে উপসর্গহীন রোগীর সংক্রমণ কমে না। তাদের উপসর্গ না থাকলেও বসন্ত উত্সবের সময় সমাগম করা যাবে না”।

 

বর্তমানে চীনের সাইনোফার্ম ও সাইনোভ্যাকের দুটি ভ্যাকসিন বেশ কয়েকটি দেশে ব্যবহৃত হচ্ছে। এ প্রসঙ্গে চু নান শান বলেন,“আমরা দেখতে পাচ্ছি যে, সাইনোভ্যাক ও সাইনোফার্মের ভ্যাকসিন গ্রহণের ৭মাস পরও অনেকের শরীরে এ্যান্টিবডির হার ৯০শতাংশ রয়েছে। আমি বাস্তবতা থেকে এ কথা বলছি। পশুর উপর পরীক্ষা চালানোর সময় আমরা দেখেছি যে, দশগুণ সংক্রামক করোনাভাইরাস দিয়ে পশুকে সংক্রমিত করা হয়। কিন্তু ভ্যাকসিন পশুকে রক্ষা করতে পেরেছে।”

 

তাই বিদেশি চীনা শিক্ষার্থীদের ভ্যাকিসন গ্রহণের পরামর্শ দেন চুন নান শান।

 

বৈশ্বিক পরিস্থিতি প্রসঙ্গে চুন নান শান বলেন,  অনেক দেশে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তাই আগামী মার্চ মাসের মধ্যে বৈশ্বিক পরিস্থিতি উন্নত হবে।

 

 তিনি বলেন,“বর্তমানে অনেক দেশে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সেটা যে কোন ধরনের ভ্যাকসিনই হোক, তা অবশ্যই কার্যকর। ভ্যাকসিন বাড়ানো এবং ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ জোরদারের প্রেক্ষাপটে আগামী মার্চ মাস থেকে কোভিড-১৯ পরিস্থিতি উন্নত হবে বলে আমি আশা করি।”

 

চু নান শান আরও জানান, তিনি আগামী মার্চ মাসে মার্কিন জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান এন্টোনিও ফাউচি’র সঙ্গে বৈঠকে মিলিত হবেন। (রুবি/এনাম/শিশির)