চাং তুং লিয়াং
2021-01-31 18:35:31

চাং তুং লিয়াং_fororder_zhang

চাং তুং লিয়াং, ১৯৮১ সালের ২৯ নভেম্বর মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন পুরুষ কন্ঠশিল্পী এবং অভিনেতা।

২০০২ সালে চাং তুং লিয়াং এস্ট্রো নামের নতুন কন্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নেন এবং ‘গোধূলি’ গানটি গেয়ে চ্যাম্পিয়ন হন। আর এর মাধ্যমেই সঙ্গীতমহলে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।  

 

২০০৩ সালে চাং তুং লিয়াং-এর প্রথম অ্যালবাম ‘চাং তুং লিয়াং’ বাজারে আসে। ২০০৪ সালে তিনি ‘প্রথম বাছাই’ নামের সঙ্গীত অ্যালবাম নিয়ে সিংগাপুরের ১২তম সোনালী সঙ্গীত পুরস্কারের ‘শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর’ পুরস্কার জিতে নেন।

 

বন্ধুরা, এখন শুনুন চাং তুং লিয়াং-এর গান ‘ভুল হলে আবারও ভুল’। গানের কথা এমন: শেষ পর্যন্ত আর সরে যাওয়া যায় না। হৃদয় এতো ভাঙা যে মেরামত করা যায় না। তুমি কিছুই বলো না, আমি শুধুই কল্পনা করি, তবে সবই ভুল কল্পনা। কেন তুমি মিথ্যা বলো? তবে আমি শাস্তি পাই। ভুল হলে আবারও ভুল হয়, তোমার প্রতিশ্রুতি আর সত্য নয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং তুং লিয়াং-এর গান ‘যখন তোমার একাকী লাগে, তুমি কার কথা মনে করো’। গানটি চাং তুং লিয়াং-এর প্রতিনিধিত্বশীল একটি গান। গানের কথা এমন: তোমার হৃদয় সবসময় উড়তে থাকে, সবকিছু হাতে ধরতে চাও। তুমি মানুষের ভিড়ে লুকিয়ে থাকতে চাও, তুমি একাকীর অনূভূতি চাও না। তোমার হৃদয় এতো দুর্বল, সহজেই ভেঙে যায়। তুমি প্রতিদিনের রাতকে ভয় পাও।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং তুং লিয়াং-এর গান ‘একাকীর সীমা’। গানের কথায় বলা হয়েছে: আমাদের মধ্যে একজন চোর ঢুকেছে, আমাদের ভালোবাসার সবকিছু চুরি করেছে। ভালোবাসার কারণে আমরা দু’জনই আহত হই, শুধু অশ্রু ঝড়ে।  আমি যা করি, তা সব ভুল, আমি একাকীর সীমান্তে এসেছি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং তুং লিয়াং-এর গান ‘শুধু তোমার জন্য’। গানের কথা এমন: সকালে সূর্যের সোনালী হাসি দেখে আমি জানি, আমি আর একা নই। তোমার সুন্দর মুখ আমার মনে, তোমাকে পেয়ে আমার পৃথিবী সুন্দর হয়। এই বিশ্ব আরো উজ্জ্বল হয়, শুধু তোমার জন্যই। আমার মনে তুমি আর তুমি। আচ্ছা, শুনুন গানটি।

 

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে কণ্ঠশিল্পী চাং তুং লিয়াং সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)