হুয়াং চেং
2021-01-31 18:38:23

হুয়াং চেং_fororder_huang

হুয়াং চেং, ১৯৭৩ সালের ১২ ডিসেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কন্ঠশিল্পী, গীতিকার ও অভিনেতা।

 

১৯৯৮ সালে হুয়াং চেং গীতিকারের পরিচয়ে সোনি রেকর্ডসে যোগ দেন। ২০০১ সালে হুয়াং চেং কন্ঠশিল্পী হিসেবে রক রেকর্ডসে যোগ দিয়ে নিজের প্রথম অ্যালবাম ‘ভোর’ প্রকাশ করেন।

 

২০০৩ সালে হুয়াং চেং-এর দ্বিতীয় অ্যালবাম ‘ভালোবাসার নরম্যান্ডি’ প্রকাশিত হয়, এর বিক্রির সংখ্যা ৪ লক্ষাধিক। অ্যালবামের থিম সং ‘ভালোবাসার নরম্যান্ডি’ চীনে ব্যাপক জনপ্রিয়তা পায়। আর এই অ্যালবামের অন্যতম গান ‘দৌড়’ ২০০৩ সালে চীনের পুরুষ বাস্কেটবল পেশাদার প্রতিযোগিতার থিম সং হিসেবে বাছাই করা  হয়।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং চেং-এর গান ‘ঝড়বৃষ্টি আসছে’। গানের কথা এমন: তোমাকে মিস করা খুব স্বাভাবিক ব্যাপার, তুমি স্বাভাবিকভাবেই আমার মনে আছো। চারপাশের সবকিছু যেন ঝড়বৃষ্টির পর, রংধনু নিশ্চয় আসবে। আমি শুধু ঝড়বৃষ্টি আসার মূহূর্তে, তোমার হাত ধরে সমুদ্রসৈকতে দৌড়াতে চাই। সময়কে ভুলে যাই, রংধনুর অপেক্ষা করি।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং চেং-এর গান ‘সাবওয়ে’। গানের কথায় বলা হয়েছে: গ্রীষ্মকালের রাস্তায় ছুটে যাই, আমার আত্মা সূর্যের গরমে আহত হয়। ভূগর্ভের ১০ কিলোমিটার নিচের অন্ধকার জায়গায়, এই শহরের মিনি হৃদয়। আমরা সরগরম রাস্তায় হাঁটি, ভূগর্ভের নিচের অন্ধকারের কথা কল্পনা করি। মানুষের মুখে ভিন্ন দুঃখ ও সুখ, মানুষ ভূগর্ভের সুখের স্বর্গে থাকে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং চেং-এর গান ‘তুমি হলে আরেক আমি’। গানের কথায় বলা হয়েছে: তুমি জানো, এমন সুন্দর চোখ আছে, যা সবকিছুকে পরিচ্ছন্ন করে দেয়। তুমি জানো, এমন এক ধরনের সুর আছে, তা তোমার আত্মাকে মুগ্ধ করে দেয়। এক ধরনের অনুভূতি আছে, যা উপলব্ধি করা যায়। এক ধরনের আচরণ আছে, যার অপেক্ষায় থাকা যায়। এক ধরনের আস্থা আছে, যা তোমাকে প্রশান্তি দেয়। এক ধরনের বিদায় আছে, যা মনের ব্যথার কারণ।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এখন শুনুন হুয়াং চেং-এর গান ‘দৌড়’। গানের কথাগুলো এমন: গতি ঘন্টায় ৭০ মাইল, আশা করি গন্তব্যস্থল ইজিয়ান সাগর। সর্বাত্মক চেষ্টায় দৌড়াই, স্বপ্নসমুদ্রের ওই তীরে। আমরা সারা পৃথিবী ঘুড়তে চাই। মিরাকল চোখের সামনেই। যখন সূর্যাস্ত আকাশকে লাল করে, তখন আমরা একসাথে উইশ করি।  

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং চেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)