করোনাভাইরাসের টিকার সুযোগকে নষ্ট করা যায় না: হু’র মহাপরিচালক
2021-01-30 16:15:02

করোনাভাইরাসের টিকার সুযোগকে নষ্ট করা যায় না: হু’র মহাপরিচালক_fororder_tan

জানুয়ারি ৩০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদ্‌হানম গতকাল (শুক্রবার) আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘করোনাভাইরাসের টিকা আবারও মানবজাতিকে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার একটি সুযোগ দিয়েছে। আমাদের উচিত এই সুযোগকে নষ্ট না-করা।’ তিনি জোর দিয়ে বলেন, টিকার ন্যায়সংগত ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করতে হবে। টিকা নিয়ে যে-কোনো ধরনের জাতীয়তাবাদ হয়তো স্বল্প মেয়াদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ভালো, তবে শেষপর্যন্ত তা আত্মপ্রতারণার সামিল বলে প্রমাণিত হবে। বিস্তারিত শুনবেন আজকের সংবাদ পর্যালোচনায়।

শুক্রবারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদ্‌হানম বলেন, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। গত দুই সপ্তাহে শনাক্ত নতুন রোগীর সংখ্যা মহামারির প্রথম ছয় মাসের মোট সংখ্যার চেয়েও বেশি।

তিনি বলেন,

“এক বছর আগে আমি বলছিলাম, সারা বিশ্বের একটি ‘সুযোগ’ আছে, যা ব্যবহারের মাধ্যমে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ প্রতিরোধ সম্ভব। কোনো কোনো দেশ এই আহ্বানের ওপর গুরুতারোপ করেছে, কোনো কোনো দেশ করেনি। বর্তমানে টিকা আমাদেরকে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার আরেকটি সুযোগ দিয়েছে। আমাদের এই সুযোগকে আঁকড়ে ধরতে হবে।”

তেদ্রোস বলেন, করোনাভাইরাস প্যানডামিকে বৈশ্বিক অসাম্যের প্রতিফলন ঘটেছে। আর করোনাভাইরাসের টিকা এই অসাম্যকে আরও বাড়িয়ে দিতে পারে। টিকার যে-কোনো ধরনের জাতীয়তাবাদ হয়তো স্বল্প মেয়াদের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য ভালো, তবে চূড়ান্ত বিচারে তা আত্মপ্রতারণার সামিল হবে।  ভবিষ্যতে সবার জন্যই যথেষ্ঠ টিকা থাকবে। তবে বর্তমানে করোনাভাইরাসের টিকা সীমিত সম্পদ। তাই এই টিকার ন্যায়সংগত ব্যবহার জোরদার করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশকে চিকিত্সক ও বয়স্কদের জন্য টিকা সরবরাহ করতে এবং ‘কোভেক্স’-এর আওতায় অতিরিক্ত টিকা শেয়ার করার আহ্বান জানায়।

তিনি বলেন,

“সব দেশে মহামারির অবসান ঘটার আগে বিশ্ব থেকে করোনাভাইরাসের প্যানডামিক বিদায় হবে না। বিশ্ব এখন করোনাভাইরাসের প্যানডামিকের সন্ধিক্ষণে এসে দাঁড়িছে। এটা ইতিহাসের সন্ধিক্ষণও বটে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুক্রবার ঘোষণা করেছে যে, আগামী মার্চ মাস পর্যন্ত ইইউ’তে উত্পাদিত করোনাভাইরাসের টিকার রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক মারিঞ্জেলা সিমিয়াও এদিন প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপারটির ওপর নজর রাখছে। ইইউ’র এই আচরণ বিশ্বের সরবরাহ-চেইনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন,

“বর্তমান অবস্থায়, যে-কোনো দেশের করোনাভাইরাসের টিকাসংশ্লিষ্ট নিষেধাজ্ঞা বা সীমা-নির্ধারণব্যবস্থা মহামারি প্রতিরোধের জন্য সহায়ক হবে না। কারণ, এতে টিকার উত্পাদান এবং টেস্ট কিট ও ওষুধের প্রয়োজনীয় উপাদানের অবাধ চলাচলের ওপর না-হক বাধার সৃষ্টি হবে। (শুয়েই/আলিম/জিনিয়া)